Arijit Singh: আর কবে’র পর পাত্তা নেই অরিজিৎ সিং‍য়ের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক্কা ১০ বছর পর ফিরবেন তিনি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Arijit Singh: চর্চার কেন্দ্রে রয়েছেন অরিজিৎ সিং, তার প্রতিটা পদক্ষেপের খবর রয়েছে নেটিজেনদের কাছে। এই মুহূর্তে ভারতীয় সংগীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) এর নাম। ভারতের ছোট শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের মুখে তার নাম শোনা যায়। তাকে চেনেনা বা তার গান শোনেনি এমন লোক একটিও খুঁজে পাওয়া যাবে না। শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয়, অমায়িক ব্যবহার, মাটির কাছাকাছি থাকার প্রবণতা তাকে ভারতীয়দের মধ্যে বিশেষত বাঙ্গালীদের মধ্যে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। তিনি নিজের প্রতিভা এবং ব্যবহার দিয়ে ভারতীয়দের মন জয় করতে সফল হয়েছেন। তিনি বিশেষত দুঃখের গান অথবা খুব রোমান্টিক গান গাইতেই অভ্যস্ত। তবে এখন তার কন্ঠে বাজছে প্রতিবাদের সুর।

Advertisements

সম্প্রতি কলকাতার বুকে ঘটে গেছে এক নারকীয় হত্যাকান্ড। আরজি কর হাসপাতালের এক অন ডিউটি মহিলা ডাক্তারের উপর করা হয়েছে নির্মম অত্যাচার। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে গোটা কলকাতা। তিলোত্তমার হয়ে বিচার চাইতে রাস্তায় নেমেছে কলকাতাবাসী। এই প্রতিবাদ শুধু কলকাতার মধ্যে থেমে থাকে নি, ছড়িয়ে পড়েছে গোটা দেশে, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশও। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে সেলিব্রেটিরাও। কেউ মিছিল করছে, তো কেউ অবস্থান-বিক্ষোভে অংশগ্রহণ করছে। যে যার মতন করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে অরিজিৎ সিংও (Arijit Singh)। কখনো তিনি সংগঠন তৈরি করছেন, তো কখনো তিনি গেয়ে উঠেছেন প্রতিবাদের গান। এই টালমাটাল পরিস্থিতিতে অরিজিৎ সিং এর পদক্ষেপের উপর নজর রাখছে নেটিজেনরা।

Advertisements

খুব জটিল বিষয়েও কখনো কথা বলতে দেখা যায় না অরিজিৎ সিংকে (Arijit Singh)। তিনি নিজের কাজ নিয়ে থাকতেই পছন্দ করেন। কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ড দেখার পর তিনিও চুপ করে বসে থাকতে পারছেন না। নারী নির্যাতন এবং নারী নিরাপত্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য করতে দেখা গেছে অরিজিৎ সিংকে। নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে শেয়ার করেছেন একাধিক পোস্ট। কিন্তু সম্প্রতি সেই প্রোফাইলটিকে আর দেখা যাচ্ছে না। তিনি নিজে সেই প্রোফাইলটি বন্ধ করেছেন? নাকি চাপের মুখে প্রোফাইলটিকে বন্ধ করতে হয়েছে? তা নিয়ে চলছে চর্চা। অরিজিৎ সিং এর প্রোফাইল থেকে পোস্ট হওয়া শেষ পোস্টটি ছিল “রান্নাঘরে কে, আমি তো কলা খাইনি”। এখন অরিজিৎ সিং এর সেই প্রোফাইল থেকে আর কিছুই দেখা যাচ্ছে না। শুধুমাত্র দেখা যাচ্ছে প্রোফাইলটি লক করা।

Advertisements

আরো পড়ুন: শুধু সন্দীপ ঘোষ নন, CBI গ্রেপ্তার করেছে আরও তিনজনকে, কোন মামলায় গ্রেপ্তার হলেন তারা

কুনাল ঘোষের করা একটি মন্তব্যের উত্তরে শেষ পোস্টটি করেছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তারপর থেকে আর কোনো নতুন পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। স্বাভাবিকভাবে জনগনের মনে প্রশ্ন উঠছে কুনাল ঘোষের মন্তব্যের বিরোধিতা করার কারণে কি এই ফল ঘটলো? তবে আরজি কর কান্ড নিয়ে আর কোন মন্তব্য না করলেও, একটি অন্য পোস্ট শেয়ার করতে দেখা গেছে অরজিৎ সিংকে। ১০ বছর পর আবারও মালয়েশিয়ার বুকে কনসার্টে যোগদান করতে চলেছেন তিনি। সেই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। আবারো ভক্তদের মুখে ছড়িয়েছে হাসির রেখা।

Arijit Singh Malaysia Consert
Arijit-Singh-Instagram

অরিজিৎ সিং (Arijit Singh) তার পোষ্টের মাধ্যমে জানিয়েছেন এই নভেম্বর মাসেই আবারো মালয়েশিয়ায় কনসার্টে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। ভক্তমহলের খুশি হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। কিছুদিন আগেই কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলেন গায়ক। গানের জগৎ থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখার কথা জানিয়েছিলেন অরিজিৎ সিং। তার গলায় কিছু একটা সমস্যা হয়েছিল। সেই কারণে তাকে গান গাওয়া বন্ধ রাখতে হয়েছিল। তবে খুব বেশিদিনের জন্য এই বিরতি নেননি তিনি। তার মাঝেই ঘটে যায় কলকাতার বুকে এক নির্মম হত্যাকাণ্ড। আরজিকরে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন নিজের গানের মাধ্যমে। তার গাওয়া গান কয়েক মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে। তিলোত্তমার বিচার চেয়ে গাওয়া এই গান এই মুহূর্তে ভাইরাল হয়ে রয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। রবিবার ১লা সেপ্টেম্বর কলকাতার বুকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলের অনেকাংশ জুড়ে ছিল অরিজিৎ সিং এর গাওয়া নতুন গান ‘আর কবে’। পরিচালক বিরষা দাশগুপ্ত সেই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। অরিজিৎ সিংকে সেই পোস্টে ট্যাগ করতে ভলেননি তিনি।

Advertisements