Jio Things Ltd: জিও থিংস লিমিটেড এবং মিডিয়াটেকের হাত ধরে চালু হলো নতুন প্রযুক্তি, ইলেকট্রিক বাইক হবে আরও উন্নত। ইলেকট্রিক টু হুইলারের জন্য নিয়ে আসা হয়েছে একটি দেশীয় প্রযুক্তি। জিও সহযোগী প্ল্যাটফর্ম জিও থিংস লিমিটেড (Jio Things Ltd) এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়াটেক উভয়ের মিলিত প্রয়াসে চালু করা সম্ভব হয়েছে ইন্টারনেট অফ থিংস। নতুন এই প্রযুক্তিটি শুধুমাত্র ইলেকট্রিক টু হুইলারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্ট মডেল এবং স্মার্ট ডিজিটাল ক্লাসটারের সুযোগ সুবিধা পাওয়া যাবে।
টু হুইলার গাড়ির জগতে নতুন বিপ্লব তৈরি হতে চলেছে নতুন এই প্রযুক্তির হাত ধরে। জিওর সিইও মিডিয়াটেকের সঙ্গে এই কোলাবারেশন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি দাবি করেছেন যে মিডিয়াটেকের চিপসেট এবং জিওর ডিজিটাল সলিউশন একত্রিত হয়ে একটি নতুন মানদন্ড তৈরি করতে সক্ষম। নতুন এই প্রযুক্তির মাধ্যমে অটোমোবাইল সেক্টরে গ্রাহকদের আরো অনেক উন্নত অভিজ্ঞতা হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। নতুন এই প্রযুক্তির মাধ্যমে একাধিক সুযোগ-সুবিধা পাবেন চালকরা। যেমন জিও ভয়েস অ্যাসিস্ট্যান্ট, জিও অটোমোটিভ অ্যাপ স্যুট, জিও সাবওয়ান, জিও পেজেস এইরকম একাধিক পরিষেবা ব্যবহার করার সুযোগ পাবেন চালকরা।
মিডিয়াটেকের সিইও এই বিষয়টি একবাক্যে স্বীকার করে নিয়েছেন। তিনিও জানিয়েছেন জিও থিংস লিমিটেডের (Jio Things Ltd) সাথে করা এই মেলবন্ধনের মাধ্যমে তৈরি হওয়া নতুন প্রযুক্তি যেকোনো ক্ষেত্রেই সমানভাবে কাজ করবে। দুটি সংস্থার পক্ষ থেকে যা যা প্রতিশ্রুতি করা হয়েছিল তা সফলভাবে বাস্তবায়িত করতে সক্ষম ইন্টারনেট অফ থিংস। একদিকে রয়েছে জিও থিংসের অপারেটিং সিস্টেম ও স্মার্ট ডিজিটাল ক্লাস্টার এগুলির সাহায্যে রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করা সম্ভব। যার ফলে গাড়ির উপর আরো ভালোভাবে নিয়ন্ত্রণ আনতে পারেন চালকরা। দুটি সংস্থা মিলে সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।
আরো পড়ুন: বেশি লাভ করতে গিয়ে ক্ষতির মুখে পড়ল রিলায়েন্স জিও, তাই আবার ফিরতে চলেছে সস্তা পরিষেবা
প্রসঙ্গত উল্লেখ্য, জিওর পক্ষ থেকে ২০২৪ এর প্রথম ত্রৈমাসিকে প্রায় ১১ লক্ষেরও বেশি এয়ার ফাইবার কানেকশন দেওয়া হয়েছে। এরপর ১৫ ই আগস্ট পর্যন্ত ইনস্টলেশন ফিতেও দেওয়া হয়েছে ছাড়। হাজার টাকা কম নেওয়া হয়েছে সে ক্ষেত্রে। এছাড়া এন্ট্রি লেভেল ফির ক্ষেত্রেও ৩০ শতাংশ ছাড় দেবার কথা শোনা যাচ্ছে। ২৬শে জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত এই নিয়ম নির্ধারিত ছিল। ইনস্টলেশন চার্জ একেবারে বিনামূল্যে করে দেওয়া হয়েছে। তার উপর এন্ট্রি লেবেল ফিতে ৩০% ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও এয়ার ফাইবারের ক্ষেত্রে একাধিক অফার দিয়েছে জিও।
এয়ার ফাইবারের চার্জ পেমেন্টের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক অথবা অর্ধবার্ষিক টাইম পিরিয়ড বেছে নেওয়া সম্ভব। যেকোনো একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড বেছে নিয়ে পেমেন্ট করতে হয় গ্রাহকদের। কমপক্ষে তিন মাসের পেমেন্ট করা বাধ্যতামূলক। বর্তমানে ইলেকট্রিক টু হুইলারের চাহিদা অত্যন্ত বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জিও থিংস লিমিটেড (Jio Things Ltd) এবং মিডিয়াটেকের মিলিত উদ্যোগে তৈরি করা নতুন ইন্টারনেট অফ থিংস বাস্তবে কতটা কার্যকরী হচ্ছে তা বাস্তবে ব্যবহার করার পরই বোঝা যাবে। তবে এখন থেকেই এই নতুন ফিচারস নিয়ে আলোচনা চলছে গ্রাহকদের মধ্যে।