বাংলাএক্সপি ডেস্কঃ কাজের কারণে হোক অথবা ঘুরতে যাওয়া, অধিকাংশ মানুষকেই দেখা যায় ট্রেনে সফর করতে। ট্রেনে সফর করার জন্য যাত্রীদের সবার আগে থাকতে হয় বৈধ টিকিট। আর ট্রেনের বৈধ টিকিটের জন্য বহু সময় বিশাল ওয়েটিং লিস্ট দেখা যায়। ফলে টিকিট পাওয়া নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।
বহু যাত্রী রয়েছেন যারা আগে টিকিট না পেয়ে অথবা হঠাৎ কোথাও যাওয়ার প্ল্যান হওয়ায় তৎকাল টিকিটের (Tatkal Ticket) দিকে তাকিয়ে থাকেন। তবে তৎকাল টিকিট বুক করলেই যে তা পাওয়া যাবে তা নয়। এক্ষেত্রে কোড দেখেই বুঝে নেওয়া যায় যাত্রীর বুক করা তৎকাল টিকিট কনফার্ম (Tatkal Ticket Confirmation Tips) হওয়ার সম্ভাবনা কতটা।
সাধারণ টিকিটের থেকে তৎকাল টিকিটের বেশ কিছু ফারাক রয়েছে। ট্রেন রওনা দেওয়ার আগের দিন তৎকাল টিকিট দেওয়া হয়। তৎকাল টিকিট বুক করার জন্য মাত্র কয়েক মিনিট সময় পাওয়া যায়। এক্ষেত্রে সাধারণ টিকিটের মতোই যাদের তৎকালে টিকিট কনফার্ম হয়ে যায় তারা নিশ্চিন্ত থাকতে পারেন, কিন্তু সাধারণ ওয়েটিং লিস্টের মত তৎকালেও ওয়েটিং লিস্টে পড়লেই টিকিট কনফার্ম হওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
ট্রেনের তৎকাল টিকিটের ওয়েটিং লিস্টের ক্ষেত্রে যে কোড রয়েছে তা হলো TQWL। এক্ষেত্রে যে সকল যাত্রীদের টিকিট তৎকালে বুক করার পর TQWL1, TQWL2 থাকে তাদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যদি কোন যাত্রীর তৎকালে বুক করা টিকিটের কোড TQWL10-এর উপরে চলে যায় তাহলে তাদের টিকিট কনফার্ম হওয়ার নিশ্চয়তা ছেড়ে দিতে হবে বললেই চলে।
এর পাশাপাশি তৎকাল টিকিট বুক করার আগে সবচেয়ে জরুরী বিষয় হিসেবে দেখে নিতে হবে সাধারণ ওয়েটিং লিস্টের নম্বর কত রয়েছে। যদি দেখা যায় সাধারণ ওয়েটিং লিস্টের নম্বর অনেক বেশি রয়েছে তাহলে তৎকাল টিকিট বুক করা বৃথা হবে। একইভাবে যদি দেখা যায় উৎসবের মরশুমে আপনি যে রুটে যেতে চাইছেন সেই রুটের সমস্ত ট্রেনেই ওয়েটিং লিস্ট অর্থাৎ যাত্রী চাহিদা ব্যাপক রয়েছে তাহলে তৎকাল টিকিটের দিকে না ঝোঁকায় ভালো।