Ration: পুজোর আগে সেপ্টেম্বরে কোন রেশন কার্ডে কত পরিমাণ মিলবে খাদ্য সামগ্রী, তালিকা দিল খাদ্য দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ রেশন (Ration) ব্যবস্থা হল এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে দেশের কোটি কোটি মানুষদের এখন বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিজেদের মধ্যে সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এই প্রকল্প চালিয়ে থাকে। প্রতিমাসে রেশনে কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যায় তা আগেই খাদ্য দপ্তরের তরফ থেকে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়। ঠিক সেই রকমই সামনেই পুজোর মরশুমে কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে তা জানালো রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

Advertisements

PHH ও SPHH রেশন কার্ড: যে সকল উপভোক্তাদের PHH ও SPHH অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড রয়েছে তারা সেপ্টেম্বর মাসে মাথাপিছু তিন কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা পাবেন। যদি আটা দেওয়া সম্ভব না হয় অথবা কেউ গম নিতে চান সেক্ষেত্রে মাথাপিছু ২ কেজি করে গম দেওয়া হবে।

Advertisements

AAY রেশন কার্ড: আর্থিকভাবে যারা অনেকটাই পিছিয়ে রয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে এএওয়াই রেশন কার্ড চালু করা হয়েছে। এই রেশন কার্ডের অন্তর্ভুক্ত উপভোক্তারা পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পাবেন। যে সকল উপভোক্তারা চিনি নিতে চান তারা ১৩.৫০ টাকা কেজি দরে ১ কেজি চিনি পাবেন।

Advertisements

আরও পড়ুন : Howrah-NJP-Howrah Special Train: হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া, ৪ দিনের জন্য স্পেশাল ট্রেন দিল রেল

RKSY 1 রেশন কার্ড: যে সকল উপভোক্তাদের কাছে RKSY 1 রেশন কার্ড রয়েছে তারা সেপ্টেম্বর মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল পাবেন বিনামূল্যে।

RKSY 2 রেশন কার্ড: যেসকল উপভোক্তাদের কাছে RKSY 2 রেশন কার্ড রয়েছে তারা সেপ্টেম্বর মাসে মাথাপিছু দু কেজি করে চাল পাবেন বিনামূল্যে।

Advertisements