Indian Railways Luxury Trains: ভারতের সবচেয়ে দামি ৪টি ট্রেন, যাদের এক টিকিটের দামে হয়ে যাবে আস্ত বাড়ি

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ভারতের অধিকাংশ নাগরিকরাই কোন না কোন কাজে বা কারণে ট্রেনে চড়ে থাকেন। ট্রেনে চড়ার ক্ষেত্রে যে টিকিটের ভাড়া অন্যান্য যানবাহনের তুলনায় কম হলেও অনেকেই রয়েছেন যারা ভাড়া নিয়ে প্রশ্ন তোলেন। তবে জানেন কি, ভারতে এমন ৪টি দামি ট্রেন (Indian Railways Luxury Trains) রয়েছে, যেগুলির এক একটি টিকিটের দামে তৈরি করা যেতে পারে আস্ত বাড়ি। এই সকল ট্রেনগুলির কোনটির ভাড়া ১০ লক্ষ টাকার বেশি, আবার কোনটির ভাড়া ৪ থেকে ৫ লক্ষ টাকা।

Advertisements

১) ভারতীয় রেলের যে সকল লাক্সারি ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম লাক্সারি ট্রেনটির নাম হল মহারাজা এক্সপ্রেস। আইআরসিটিসি এই ট্রেনটি অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত চালিয়ে থাকে। ট্রেনটি দিল্লি থেকে রাজস্থানের ১২টি জায়গা ভ্রমণ করায়। এই ট্রেনটিতে মোট ১২টি কোচ থাকে, তবে ১২টি কোচ থাকলেও মাত্র ৮৮ জন যাত্রী নিয়ে ট্রেনটি চালানো হয়। মাত্র চার দিন ও তিন রাতের জন্য ভ্রমণ করানো হয়ে থাকে এই ট্রেনে আর এর জন্য যাত্রীদের ডিলাক্স কেবিনের ভাড়া হিসাবে মাথাপিছু খরচ করতে হয় ২.৮০ লক্ষ টাকা। প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করলে ভাড়া পড়ে ১২৯০০ ডলার অর্থাৎ ১০ লক্ষ ৮৩ হাজার টাকার কাছাকাছি বা বেশি। এই ট্রেনে সফর করা পর্যটকদের ভারতের রাজ পরিবারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি জয়পুরে হাতির পোলো ম্যাচে অংশগ্রহণ করা, খাজুরাহো মন্দির পরিদর্শন সহ ১২ জায়গা ভ্রমণ করানো হয়।

Advertisements

২) রাজস্থান পর্যটন উন্নয়ন নিগমের তরফ থেকে বিলাসবহুল যে হেরিটেজ ট্রেন চালানো হয়ে থাকে তার নাম হলো প্যালেস অন হুইল। ১৯৮২ সাল থেকে এই ট্রেন চালানো হয় এবং এই ট্রেন নিয়ে প্রথম দিকে ছিল ব্রিটিশ আমলের কোচ। ট্রেনটি দিল্লি থেকে যাত্রা করে দিল্লি ও রাজস্থানের বিভিন্ন শহরের উপর দিয়ে যায়। এই ট্রেনে সফর করতে হলে এক একজন যাত্রীকে টিকিটের পিছনে খরচ করতে হবে কম করে ৩ লক্ষ ৬৩ হাজার ৩০০ টাকা।

Advertisements

আরও পড়ুন : Jio Things Ltd: জিও থিংস লিমিটেড ও মিডিয়াটেকের হাত ধরে চালু হলো নতুন প্রযুক্তি, ইলেকট্রিক বাইক হবে আরও উন্নত

৩) প্যালেস অন হুইলের আদলে মহারাষ্ট্রের পর্যটন শিল্পকে আরও আকর্ষিত করে তোলার জন্য চালু করা হয়েছে ডেকান ওডিসি ট্রেন। এই ট্রেনটি মুম্বাই থেকে রওনা দেওয়ার পর রত্নগিরি, সিন্ধুদুর্গ সহ ১০ টি জনপ্রিয় স্থান ঘুরিয়ে দেখানো হয়। এই ট্রেনে ডিলাক্স কেবিনে ভ্রমণ করলে যাত্রীদের মাথাপিছু খরচ করতে হয় ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ টাকা, অন্যদিকে কেউ যদি প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নেন তাহলে খরচ পড়ে ১০ লক্ষ ৩২ হাজার ৪৫০ টাকা।

৪) দ্য গোল্ডেন চ্যারিয়ট নামে ভারতীয় রেলের আরও একটি রাজকীয় ট্রেন রয়েছে। যে ট্রেনটি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকে। এই ট্রেনটিতে সাত রাতের জন্য ভাড়া পড়ে ১ লক্ষ ৮২ হাজার টাকা। এই ট্রেনটি দক্ষিণ ভারতের গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরির উপর দিয়ে যায়।

Advertisements