Hyundai Motor India: অবশেষে বাজারে এসে গেল হুন্ডাইয়ের এই গাড়ির সিএনজি ভার্সন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Hyundai Motor India: ভারতীয় গাড়ির বাজারে একাধিক বিদেশি কোম্পানি নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে তার মধ্যে হুন্ডাই হল অন্যতম একটি সংস্থা। হুন্ডাই মোটর ইন্ডিয়া সম্প্রতি বাজারে নিয়ে এল তাদের হুন্ডাই এক্সটার মডেলের সিএনজি ভার্সন। যার নাম হলো হুন্ডাই অরা সিএনজি হাই-সিএনজি (Hyundai Aura CNG Hy-CNG)। বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় সেডান গাড়ি হুন্ডাই নিয়ে আসলো সিএনজি জ্বালানি বিকল্পের গাড়ি। এই গাড়িটির এক্স-শোরুম মূল্য হলো ৭.৪৯ লক্ষ টাকা। এখন পর্যন্ত Aura-র কেবলমাত্র ‘E’ ভ্যারিয়েন্টটি সিএনজি বিকল্পে আনা হয়েছে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য যে হুন্ডাইয়ের Exter ও Grand i10 Nios-এর পর Hyundai Aura CNG Hy-CNG (Hyundai Motor India)হচ্ছে সংস্থার তৃতীয় ডুয়েল সিলিন্ডার টেকনোলজি যুক্ত। সম্প্রতি এই কোম্পানির গাড়িটির ২ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে এমনটাই জানা যাচ্ছে তথ্যসূত্রে।

Advertisements

হুন্ডাই অরা সিএনজি ই (Hyundai Aura Hy-CNG E) ট্রিমে শক্তির উৎপাদনের জন্য একটি ১.২ লিটার বাই-ফুয়েল পেট্রোল-সিএনজি ইঞ্জিন রয়েছে। এটি বেছে নেওয়া হবে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সহ। গাড়িটির মোটর থেকে পাওয়া যাবে ৬,০০০ আরপিএম গতিতে ৬৯ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ৯৫.২ এনএম টর্ক উৎপন্ন হবে। যখন এই গাড়িটি পেট্রলে চলবে তখন ৮২ বিএইচপি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যাবে।

Advertisements

আরো পড়ুন: লঞ্চ করেছে মাত্র এক মাস হল, এখনই কিনলে বিশাল টাকার ডিসকাউন্ট পেতে পারেন এই ব্র্যান্ডের গাড়িতে

হুন্ডাই অরা সিএনজি ই-তে (Hyundai Motor India) ক্রেতারা পেয়ে যাবে ৬টি এয়ারব্যাগ, ৩-পয়েন্ট সিট বেল্ট (প্রতিটি আসন), সিটবেল্ট রিমাইন্ডার (প্রতিটি আসন), EBD সহ ABS, ইমমোবিলাইজার, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, স্পিড অ্যালার্ট সিস্টেম এবং পিছনের পার্কিং সেন্সর দেওয়া হয়েছে। এই অত্যাধুনিক ফিচারস এর জন্য গাড়িটি এদেশে জনপ্রিয়তা অর্জন করেছে।

হুন্ডাই অরা (Hyundai Motor India)ডুয়েল সিলিন্ডার মডেলে বাড়তি আরো অনেক ফিচারস রয়েছে যেমন ফ্রন্ট পাওয়ার ইউন্ডো, ড্রিভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেবল রিয়ার সিট হেডরেস্ট এবং মাল্টি-ইনফরমেশন ফাংশন সহ একটি ৮.৮৯ সেমি স্পিডোমিটার। এছাড়াও সেডান গাড়িটিতে আছে Z-আকৃতির এলইডি টেললাইট।

Advertisements