Land: জমি চুরি হলেই মেসেজ ঢুকে যাবে ফোনে, দুর্দান্ত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: এখন বহু জায়গায় এমন এমন অভিযোগ আসছে যেগুলি কল্পনাতীত। বিশেষ করে এমন কল্পনাতীত অভিযোগ আসতে দেখা যাচ্ছে জমিজমার (Land) ক্ষেত্রে। অনেকেই বিভিন্ন সময় অভিযোগ করছেন, তাদের অজান্তেই নিজেদের জমি অন্য কারো নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে। পরে যখন ওই জমি নিয়ে খোঁজ খবর শুরু হচ্ছে তখন সেই জমি আর তার নামে নেই বলে জানতে পারছেন। এমন জমি চুরি ঠেকাতে এবার নতুন এক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Advertisements

জমি চুরি ঠেকাতে নবান্নের তরফ থেকে কড়া পদক্ষেপ হিসাবে জমির খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে। আর এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে অসাধু উপায়ে জমি হাতিয়ে নেওয়া সহজ হবে না। কেননা এমন কাজ করতে গেলেই জমির যে আসল মালিক তার ফোনে অ্যালার্ট চলে যাবে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমন পরিকল্পনা অনুযায়ী তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজ ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার কাজ দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়ে যাবে। আর এই কর্মসূচি শুরু হলে যাতে নাগরিকরা বিষয়টি নিয়ে জানতে পারেন তার জন্য জোরদার প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন : Online Property Registration: জমি বাড়ি কেনার ক্ষেত্রে এখন আর পোহাতে হবেনা কোনো ঝামেলা, অনলাইনেই মিটে যাবে সব কাজ

কিভাবে জমির খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত হবে? এই বিষয়ে এক আধিকারিক যা জানিয়েছেন তাতে খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে বাংলার ভূমি নামে যে পোর্টাল রয়েছে সেখানে সচিত্র পরিচয় পত্র সহ আবেদন করতে পারবেন জমির মালিকরা। অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার ক্ষেত্রে।

অনলাইনে আবেদন করার পর সেই আবেদন খতিয়ে দেখবেন ব্লক স্তরের সংশ্লিষ্ট অফিসাররা। সমস্ত তথ্য খতিয়ে দেখা এবং যাচাইকরণের পর জমির মালিক আসল কিনা তা প্রমাণ হলেই জমির খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত হয়ে যাবে। এমন সংযুক্তিকরণের কাজ হয়ে যাওয়ার পর জমির মালিকরা নিশ্চিন্তে থাকতে পারবেন।

Advertisements