BSNL: পাত্তা পাচ্ছে না Jio-Airtel, অল্প টাকায় ভেসে যাওয়ার মত ডেটা দিচ্ছে BSNL

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ কম খরচে গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর ধারেকাছে আপাতত নেই কেউ। এমন অফার দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফ থেকে অন্য কোন টেলিকম সংস্থা, এমনকি Jio-Airtel মত টেলিকম সংস্থাও পাত্তা পাচ্ছে না। তাদের তরফ থেকে অল্প টাকায় ভেসে যাওয়ার মত ডেটা দেওয়া হচ্ছে।

Advertisements

জুলাই মাসের ৩ তারিখ থেকে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করার পর এখন বহু গ্রাহক রয়েছেন যারা অন্যান্য টেলিকম সংস্থা ছেড়ে বিএসএনএল-এ নাম লেখাচ্ছেন। এর পিছনে মূল কারণ হলো কম খরচে পরিষেবা দেওয়া। বিএসএনএলের সেই রকমই একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার জন্য নামমাত্র কিছু টাকা খরচ করলেই সমস্ত রকম সুবিধা পাওয়া যাচ্ছে। আবার ওই রিচার্জ প্ল্যানটিতে ভ্যালিডিটি যে কম দেওয়া হচ্ছে তাও নয়।

Advertisements

সস্তায় ভেসে যাওয়ার মতো যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা দিচ্ছে বিএসএনএল। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল থেকে শুরু করে এসএমএস সবরকম সুবিধা। জিওর যদি প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহার করতে হয় তাহলে গ্রাহকদের সবচেয়ে কম ৪৪৯ টাকা রিচার্জ করতে হবে। একইভাবে যদি এয়ারটেল গ্রাহকরা এমন সুবিধা পেতে চান তাহলে তাদেরও রিচার্জ করতে হবে ৪৪৯ টাকা।

Advertisements

আরও পড়ুন : Tax Payer Celebrities: সবথেকে বেশি কর দিলেন কোন সেলিব্রেটি, শাহরুখ, সালমান নাকি অমিতাভ

হিসেব অনুযায়ী জিও এবং এয়ারটেল গ্রাহকদের প্রতিদিন 3gb করে ডেটা পেতে হলে ৪৪৯ টাকা নিচে কোন রাস্তা নেই। আবার এই সকল রিচার্জ প্ল্যান মাত্র ২৮ দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে। সেই জায়গাতেই বিএসএনএল গ্রাহকরা যদি সামান্য আর কিছু বেশি টাকা দেন তাহলে সব দিক দিয়েই মিলবে অফারের পর অফার।

বিএসএনএল গ্রাহকরা যদি ৫৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন এবং তার সঙ্গে দেওয়া হবে প্রতিদিন 3gb করে ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও বাড়তি আরও ৩ জিবি ডেটা দেওয়া হচ্ছে। বর্তমানে বিএসএনএলের 4G নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় চালু হয়ে গিয়েছে। সুতরাং হাইস্পিড ডেটা নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না গ্রাহকদের।

Advertisements