বাংলাএক্সপি ডেস্কঃ শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ পাওয়ার জন্য আন্দোলন চালাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও দাবি অনুযায়ী মেলেনি ডিএ। সম্প্রতি দু’দফায় রাজ্য সরকার ৮% ডিএ বৃদ্ধি করেছে। তবে এসবের মধ্যে এবার রাজ্য শিক্ষা দপ্তর সরকারি কর্মীদের পেনশন (Teachers Pension) নিয়ে একটি সুখবর দিল।
রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্যের শিক্ষকদের পেনশন নিয়ে এমন সুখবরটি দেওয়া হয়েছে গত শিক্ষক দিবসের দিন। যে ঘোষণায় মূলত পেনশন ব্যবস্থায় যে জটিলতা রয়েছে সেই জটিলতা কাটানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের শিক্ষকরা অনেক সহজ নিয়মে তাদের পেনশন পাবেন।
মূলত রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যে সকল শিক্ষকরা অন্ততপক্ষে ৯ বছর ৬ মাস চাকরি করবেন তারাও পেনশন পাবেন। রাজ্য শিক্ষা দপ্তর তাদের ক্ষমতা বলে পেনশন স্কিমের আওতায় এই ধরনের শিক্ষকদের অন্তর্ভুক্ত করবে। এই বিষয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, কোন শিক্ষকের ১০ বছর চাকরি জীবন হওয়ার আগেই পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হতে চাইলে আবেদন জানাবেন এবং সেই আবেদন খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন : NJP Station: ঘটবে না একটিও দুর্ঘটনা, দেশের প্রথম নিউ জলপাইগুড়ি স্টেশনে চালু হলো নতুন ব্যবস্থা
এতদিন পর্যন্ত যে নিয়ম চালু রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোন শিক্ষককে অবসর গ্রহণের পর পেনশন স্কিমের আওতায় আসতে হলে অন্ততপক্ষে ১০ বছর চাকরি করতেই হবে। তবে যদি এখন কেউ ৯ বছর ৬ মাস চাকরি করেও পেনশন স্কিমের আওতায় আসতে চান তাহলে তার ৬ মাস মার্জনা করে তাকে পেনশন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এতদিন পর্যন্ত এমন ক্ষমতার প্রয়োগ করা হতো না।
এতদিন পর্যন্ত এমন ক্ষমতার প্রয়োগ না করার কারণে শিক্ষক-শিক্ষিকাদের উচ্চ আদালতে দৌড়াতে হতো এবং সেখান থেকে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো। কিন্তু এবার এই ধরনের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা দপ্তর মানবিকতার খাতিরে ৯ বছর ৬ মাস চাকরি করেই পেনশন স্কিমের আওতায় আসার সুযোগ করে দেবে বলে জানানো হয়েছে।