Offbeat Purulia: শহরের কোলাহল থেকে কয়েকদিনের ছুটি নিতে হলে পুজোর সময় বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশ্যে। চেনা জায়গা বাদ দিয়ে তালিকায় যুক্ত করুন এমন কিছু জায়গা যেখানে নিরিবিলি প্রকৃতির কোলে আপনি পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারবেন। এখনো যদি পরিকল্পনা না করে থাকেন তাহলে পাহাড় কিংবা সমুদ্র বাদ দিয়ে পুরুলিয়ার অফবিট এই জায়গায় ঘুরে আসুন। এতদিনে হয়তো সমস্ত হোটেল বুক হয়ে গেছে তাই নির্ঝঞ্ঝাট পুরুলিয়ার এই জায়গায় একবার ঘুরে আসলে বারবার যেতে ইচ্ছা করবে। গিয়ে কি কি দেখবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন সমস্ত বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের প্রতিবেদনে।
পুরুলিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিমিষেই আকৃষ্ট করবে পর্যটকদের, এখানে এমন অনেক অজানা ঝর্না আছে যার কথা বহু মানুষ জানে না। স্থানীয় মানুষও সঠিকভাবে লোকেশন এর (Offbeat Purulia) কথা বলতে পারে না। যদি আপনি কোন ট্রাভেল কোম্পানির সঙ্গে যান তাহলে তো এইসব অফবিট জায়গায় ঘোরার কথা ভুলেই যান। তবে একবার যদি পৌঁছে যেতে পারেন তাহলে আর ফিরে আসতে ইচ্ছা করবে না ।
তালিকার প্রথমেই রয়েছে পুরুলিয়ার (Offbeat Purulia) মাছকান্দা ফলসের কথা। অযোধ্যা হিল টপ থেকে আপনি দূরে এই ফলস দেখতে পাবেন। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা ট্রেকিং এর মাধ্যমে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। যাওয়ার পথে গভীর অরণ্য দেখতে পাবেন এবং সেই অরণ্যে হয়তো হাতির দেখাও পেতে পারেন।
তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ঘাটকোচা ফলস (Offbeat Purulia)। এটি তুর্গা ড্যাম থেকে ভালোভাবেই দেখা যায়। তবে কেউ যদি ট্রেকিং এর মাধ্যমে এর কাছে পৌঁছাতে পারেন তাহলে এর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবে। এখানে স্নানও করা যায়। এছাড়া পিটিদিরি ঝর্না যে গ্রামে অবস্থিত সেটার থেকে পাশের গ্রামের দূরত্ব গাড়িতে নয় নয় করেও ১৫-২০ মিনিট তো বটেই! যদি আপনি এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে স্থানীয় মানুষের সাহায্য নিতে হবে। পুরুলিয়ার ছোট ছোট ঝর্ণাগুলো মানুষকে বরাবরই আকৃষ্ট করেছে। এখানে গেলে আপনি ন্যাচরাল পুলে স্নান করার মজা উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন: শিলিগুড়িকে টপকে কলকাতা থেকে সিকিম, বাঁচবে সময়, পুজোর আগেই সুখবর শোনালো ইন্ডিগো
তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ ফলস হল ছলছলি ফলস। যদি এই ফলসে যেতে চান তাহলে অবশ্যই স্থানীয় গ্রামবাসীর সাহায্য নিয়ে কাউকে গাইড বানিয়ে নিয়ে যাবেন। পথ না চিনে গেলে হারিয়ে যাওয়ার ভয় থেকে যেতে পারে। এছাড়াও বামনি ফলস, তুর্গা ফলস রয়েছে। সেগুলোও দেখতে পারেন।
আপনার ঘোরার তালিকায় অবশ্যই রাখবেন মুরুগুমা ড্যামকে (Offbeat Purulia)। পাহাড় কিংবা সমুদ্র ছেড়ে এবার ঘুরেই আসুন পুরুলিয়া থেকে। স্বল্প খরচে এবং অল্প সময়ে আশা করি আপনার ছুটির দিনগুলো ভালই কাটবে। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের অপরূপ শোভা যদি উপভোগ করতে চান তাহলে পুরুলিয়ার পাহাড় আপনার জন্য একেবারে আদর্শ। এছাড়াও চেমটাবুরু পাহাড়ে ট্রেক করে যেতে পারেন। আরেকদিন চলে যান পাখি পাহাড় হয়ে পারডি ড্যাম।