Indian Railways Rules: ট্রেনের কিছু কোচের গায়ে থেকে H1 কোড, এটির অর্থ কী

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। প্রতিদিনই এই সকল যাত্রীরা লোকাল থেকে শুরু করে দূরপাল্লার এক্সপ্রেস, সুপারফাস্ট ট্রেনে যাতায়াত পড়ে থাকেন। ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে একটি ট্রেনে সাধারণ শ্রেণীর কোচ থেকে শুরু করে এসি কোচ সহ বিভিন্ন ধরনের কোচ থাকে।

Advertisements

একটি ট্রেনে বিভিন্ন ধরনের কোচের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোড দেওয়া থাকে। যেমন সাধারণ শ্রেণীর কোচের ক্ষেত্রে কিছু না থাকলেও স্লিপার ক্লাস থেকে শুরু করে অন্যান্য সমস্ত কোচের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের কোড লেখা থাকে। ঠিক সেই রকমই ট্রেনের কিছু কোচের গায়ে লেখা থাকে H1 কোড। অনেকেই তাড়াহুড়ো করে এই ধরনের কোচে উঠে পড়েন আর বিপুল টাকা জরিমানার মুখোমুখি হন।

Advertisements

দূরপাল্লার যে সকল ট্রেন রয়েছে সেই সকল অনেক ট্রেনের একেবারে প্রথম দিকে H1 কোড লেখা কামরা দেখতে পাওয়া যায়। আসলে এই কোড যেসকল কামরায় লেখা রয়েছে সেই কামরাগুলি হল ট্রেনের প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস কামরা। ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর কামরায় যাত্রীদের অন্যান্য কামরার তুলনায় অনেক বেশি সুবিধা দেওয়া হয়। পাশাপাশি এই সকল কামরায় সফর করার ক্ষেত্রে যাত্রীদের প্রচুর পরিমাণে টিকিটের দাম দিতে হয়।

Advertisements

আরও পড়ুন : North Bengal Tour: এন্ট্রি ফি ছাড়াই একেবারে সস্তায় ঘুরে আসুন এই জঙ্গল থেকে, সাথে তিন বেলা এলাহি খাওয়া-দাওয়া

ট্রেনের একটি ফার্স্ট ক্লাস কামরায় মূলত চারটি কেবিন থাকে। ওই কামরায় ৩০ থেকে ৪০ জনের বেশি সফর করতে পারেন না। যেখানে অন্যান্য কামরায় অজস্র যাত্রী বহন করা হয়, সেই জায়গায় ফার্স্ট ক্লাস কামরায় মাত্র ৩০ থেকে ৪০ জনকে নিয়ে ট্রেন সফর করে থাকে। স্বাভাবিকভাবেই এই সকল কামরার টিকিটের দাম অন্যান্য কামরার তুলনায় অনেক বেশি হয়ে থাকে।

ফার্স্ট ক্লাস কামরা যেহেতু যাত্রীদের টিকিট ভাড়া অনেক বেশি হয়ে থাকে তাই অন্য কোন কামরার টিকিট রয়েছে এমন যাত্রী ভুল করে H1 কামরায় চড়লে তাকে বিপুল পরিমাণে জরিমানা দিতে হয়। বিনা টিকিটের যাত্রী এই ধরনের কামরায় উঠলে জরিমানার পরিমাণ স্বাভাবিকভাবেই আরও বেড়ে যায়।

Advertisements