বাংলাএক্সপি ডেস্কঃ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যাতে আরও উন্নত পরিকাঠামো তৈরি হয় তার জন্য দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কাজ চালাচ্ছে সরকার। ঠিক সেই রকমই এবার ৬ লেনের একটি ফ্লাইওভার (Six Lane Flyover) তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা যাচ্ছে। ৬ লেনের ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে।
যে ৬ লেনের ফ্লাইওভার বা এলিভেটেড করিডর তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তা কোনা এক্সপ্রেসের উপর। কোনা এক্সপ্রেসের উপর ৬ লেনের ফ্লাইওভার তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলার পাশাপাশি হাওড়ার তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও রক্ষণাবেক্ষণ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। এর ফলে হাওড়ার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে।
৬ লেনের ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি হাওড়া তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে দায়িত্ব নিয়েছে তা মূলত হাওড়ার জেলাশাসক এবং পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে। হাওড়ার ওই তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Cycle Balance Game: এখনকার প্রজন্ম দেখার সুযোগ পায় না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ‘সাইকেল খেলা’
হাওড়া জেলাশাসক ও পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে হাওড়ার যে তিনটি রাস্তার সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই তিনটি রাস্তা হল হাওড়া-আমতা রোড, ড্রেনেজ ক্যানেল রোড এবং আন্দুল রোড। এর পাশাপাশি হাওড়ার যে সকল গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেগুলি পুজোর আগেই সংস্কার শুরু করবে হাওড়া পৌরসভা। যার ফলে কোনা এক্সপ্রেস ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হলে ওই সকল রাস্তা দিয়ে যেন ভারী যানবাহন যাতায়াত করতে পারে।
৬ লেনের যে ফ্লাইওভার তৈরি হবে তা শেখপাড়া থেকে নিবড়া পর্যন্ত হতে চলেছে। এই ফ্লাইওভারটি তৈরি করার কাজ শুরু হলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং সেই সময়ই যানবাহন চলাচল করবে হাওড়া-আমতা রোড, ড্রেনেজ ক্যানেল রোড এবং আন্দুল রোড দিয়ে। যে কারণেই ওই তিনটি রোড সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। যাতে করে ওই সকল রাস্তা ভারী যানবাহন চলাচলের উপযোগী করা হয় এবং কলকাতা ও হাওড়াগামী ভারী যানবাহন যাতায়াতের ক্ষেত্রে কোন অসুবিধা না হয়।