Latest Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৬০ কিমি বেগে ঝড়, ‘রাতদখলের’ রাতে বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া দফতর

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আর সেই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। রবিবার রাত থেকেই সমুদ্রে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। এদিকে আরজি কর কাণ্ডের ঘটনায় রবিবার রয়েছে ‘রাতদখল’ কর্মসূচি। এমন পরিস্থিতিতে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা সম্পর্কে আবহাওয়া দফতর লেটেস্ট আপডেট (Latest Weather Update) দিল।

Advertisements

আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির পাশাপাশি ঝড়ের দেখা মিলতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

Advertisements

কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি একই রকম আবহাওয়া থাকবে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও। রবিবারের পর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়।

Advertisements

আরও পড়ুন : Civic Volunteers Training: সিভিক ভলেন্টিয়ারদের ভদ্র-শৃংখল হওয়ার প্রশিক্ষণ, ৪৫ দিন ধরে পাঠ দেবে পুলিশ

মঙ্গলবার আবহাওয়া কিছুটা বদল এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলির ক্ষেত্রে কোন রকম সর্তকতা পাওয়া যায়নি হাওয়া অফিসের তরফ থেকে। বুধবার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বীরভূম, নদীয়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোসাগরের উপর থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরেছে। এই নিম্নচাপের প্রভাবে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ঝড়ের গতিবেগ বৃদ্ধি পেয়ে ঘন্টায় ৬০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে রবিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে।

Advertisements