Deep Depression: সাগরে গভীর নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত এইসব জেলায় বৃষ্টির মেগা আপডেট দিল আবহাওয়া দফতর

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়েছে। যে নিম্নচাপটি গত কয়েক ঘন্টা ধরে ঘন্টায় ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। গভীর এই নিম্নচাপের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের তরফ থেকে মেগা আপডেট দেওয়া হল।

Advertisements

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়। এই সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এদিন সন্ধ্যা নামতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে বীরভূম সহ বিভিন্ন জেলাতেও।

Advertisements

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের কোন কোন জায়গায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়িতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুন : Global Warming: সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে ভারতের ১২টি শহর, আপনার শহর নেই তো তালিকায়

বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়া ও উত্তর ২৪ পরগণায়।

শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনের ভিত্তিতে নির্দিষ্ট করে দেওয়া জেলাগুলির জন্য হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নির্দিষ্ট করে দেওয়া জেলাগুলি বাদে বাকি জেলাগুলির জন্য বাড়তি কোন সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

Advertisements