Bankuras Scotland: বাঁকুড়ার মধ্যেও আছে স্কটল্যান্ড, রইল তার খোঁজ।ভারতের বুকে স্কটল্যান্ডের আমেজ উপভোগ করতে চান? কোন চিন্তা নেই। আমাদের এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতেই রয়েছে এমন একটি জায়গা যাকে তুলনা করা যায় স্কটল্যান্ডের সাথে। বাঁকুড়া জেলার অন্তর্গত একটি ছোট্ট হ্রদকে ঘিরে গড়ে উঠেছে একটি গ্রাম। যার প্রাকৃতিক সৌন্দর্য স্কটল্যান্ডের চেয়ে কোন অংশে কম নয়। বাঁকুড়ার এই এলাকাটি অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের কাছে। আপনি যদি পূজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন বাঁকুড়ার স্কটল্যান্ড (Scotland of Bankura) থেকে।
বাঁকুড়া জেলার মধ্যেই রয়েছে একটি ছোট প্রাচীন হ্রদ। যার নাম তালবেরিয়া। এই হ্রদকে ঘিরে গড়ে উঠেছে একটি গ্রাম। নদীর তলদেশে ক্ষয় হতে হতে এই হ্রদের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে বাঁধ। বিশেষত শুষ্ক সময়ে অর্থাৎ গরমকালের দিকে স্থানীয় এলাকায় জলের চাহিদা মেটাতে সাহায্য করে এই তালবেরিয়া হ্রদ। আর বর্ষার সময় আশপাশের এলাকাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই হ্রদের উপর নির্মিত বাঁধটি।
বাঁকুড়ার স্কটল্যান্ড (Scotland of Bankura) হিসেবে পরিচিত তালবেরিয়া বাঁকুড়া জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। গ্রামটি অবস্থান করছে পশ্চিমবঙ্গের দুটো জেলার একেবারে মাঝখানে। বাঁকুড়া এবং পুরুলিয়ার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রাম। প্রতি বছরই এই এলাকায় পর্যটরদের ঢল নামে। এখান থেকে পুরুলিয়ার পান্ডুবন মন্দিরটি খুবই কাছে। তাই সেই মন্দিরটি দর্শন করতে আসা দর্শনার্থীরা অবশ্যই ঘুরে যান তালবেরিয়া গ্রাম থেকেও। আশপাশের বেশ কয়েকটি জনপদ এই গ্রাম থেকে এতটাই কাছে অবস্থিত যে পর্যটকদের আকর্ষণ করার জন্য তা যথেষ্ট।
আরো পড়ুন: পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যান পুজোর ছুটিগুলোতে, খরচ হবে একেবারে কম
তালবেরিয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মত। মাঝখানে জলরাশি আর চারদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারহ। চারিদিকে পাখির ডাক, প্রজাপতি আপনাকে মুগ্ধ করবে। ড্যামের পাশে বসে থাকলে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আবার চাইলে নৌকা নিয়ে নেমে পড়তে পারেন ড্যামের জলে। একটু সকাল সকাল যদি তালবেড়িয়া ড্যাম পৌঁছতে পারেন তাহলে সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। কারণ, এই ড্যামের সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই অত্যন্ত মনোমুগ্ধকর।
বাঁকুড়া শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত তালবেড়িয়া গ্রাম তথা বাঁকুড়ার স্কটল্যান্ড (Scotland of Bankura)। তবে আপনি যদি ঝাড়গাম থেকে শিলদা হয়ে আসেন তাহলে দূরত্বটা একটু কম। মাত্র ৭০ কিলোমিটার। শিত হোক বা বর্ষা এখানকার প্রাকৃতিক দৃশ্য সবসময়ই আপনাকে মুগ্ধ করবে। তাই আপনি যদি ছুটি কাটানোর কথা ভেবে থাকেন, তাহলে যে কোন আবহাওয়াতেই চলে আসতে পারেন। এই এলাকায় থাকার ব্যবস্থা নিয়েও কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই পুজোর ছুটি হোক বা শীতের ছুটি ২-৩ দিনের জন্য অবশ্যই ঘুরে যেতে পারেন বাঁকুড়ার স্কটল্যান্ড তথা তালবেরিয়া গ্রাম থেকে।