Bangladesh Ilish: ইলিশ রফতানি বন্ধ করে লাভ না লোকসান, কী জানাচ্ছে বাংলাদেশের মাছ বাজার

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ পদ্মার ইলিশের জন্য প্রতিবছর এপার বাংলার মানুষেরা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকেন। প্রত্যেক বছরই উপহারে হিসাবে বাংলাদেশ সরকার ভারতকে প্রচুর পরিমাণে ইলিশ দিয়ে থাকে। প্রচুর পরিমাণে ইলিশ (Bangladesh Ilish) রপ্তানি করে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রচুর লাভ করেন। কিন্তু এই বছর পরিস্থিতি একটু আলাদা আর সেই কারণে রফতানি বন্ধ করে লাভ না লোকসান, কোন পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশের মাছ বাজার?

Advertisements

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে অন্তবর্তী সরকার গঠন হয়েছে সেই সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, পদ্মার ইলিশ আগে তাদের দেশের মানুষেরা পাবেন, এরপর পরবর্তীতে ভেবে দেখা হবে বিদেশে রফতানি করা হবে কিনা। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের ফলেও কিন্তু বাংলাদেশের মানুষদের মুখে খুব যে হাসি ফুটেছে এমন নয়। অন্ততপক্ষে বাংলাদেশে থাকা বাংলাএক্সপির প্রতিনিধির থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

বাংলাদেশে থাকা বাংলাএক্সপির প্রতিনিধির থেকে জানা যাচ্ছে, সপ্তাহখানেক ধরে পদ্মার ইলিশের দাম কেজিতে দেড়শ থেকে ২০০ টাকা কমেছে। কিন্তু গত বছরের তুলনায় এই বছর দাম বেশি রয়েছে কিছুটা হলেও। তাহলে রপ্তানি বন্ধ করে লাভ কি হল এই প্রশ্নই এখন যাচ্ছে। যদিও অনেকেই মনে করছেন, রপ্তানি বন্ধ না করা হলে দাম এই বছর আরও অনেকটাই বেশি থাকতো।

Advertisements

আরও পড়ুন : Government Fish Outlet: সস্তায় মিলবে ইলিশ, সস্তায় মিলবে চিংড়ি, আউটলেট খুলছে রাজ্য সরকার

অন্যদিকে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ রাখার ফলে ব্যবসায়ীদের লাভের অংক কিন্তু এবার কমে গিয়েছে। কেননা পদ্মার ইলিশ বিদেশের রপ্তানি করে মাছ ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ মুনাফা হিসাবে প্রত্যেক বছর লাভ করে থাকেন। সেই রাস্তা এখন তাদের কাছে বন্ধ। তবে এখনো তারা ইলিশ বিদেশে রপ্তানির ক্ষেত্রে আশা ছাড়েননি। কেননা সরকার যদি অনুমতি দেয় তাহলে ফের রপ্তানি করা যাবে।

অন্যদিকে বাংলাদেশ ভারতের পাশাপাশি অন্যান্য বিভিন্ন দেশে ইলিশ রপ্তানি বন্ধ রেখে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা দাগ ফেলেছে। কেননা ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বহু সময় বন্ধুত্বের বার্তা দিয়েছে বিগত দিনে। এক্ষেত্রে সেই বন্ধুত্বের বার্তা বন্ধ। অন্যদিকে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বাংলাদেশের মানুষেরা বারবার ভারতের দিকে আঙুল তুলেছে। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলিশ রফতানি হয়ে উঠতে পারত দুই দেশের সম্পর্কের বাঁধন।

Advertisements