মুর্শিদাবাদ: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের বিভিন্ন জায়গায় সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে শুরু করে বেলেঘাটায় ফ্ল্যাট, নিউটাউনের কাছাকাছি হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানে তিন তলা বাড়ির পাশাপাশি এবার শহর শহরতলী ছাড়িয়ে জেলাতেও সন্দীপ ঘোষের সম্পত্তির (Sandip Ghosh Property) হদিস পাওয়া গেল। এবার তার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে।
গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর সিবিআই তদন্ত নেমে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি এখন দোসর হয়ে দাঁড়িয়েছে ইডি। এসবের মধ্যেই আবার বিভিন্ন জায়গায় তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। ঠিক সেই রকমই মুর্শিদাবাদের বহরমপুরে একটি ফ্ল্যাট ও গ্যারেজ রয়েছে তার নামে বলেই সন্ধান পাওয়া গেল।
মুর্শিদাবাদের বহরমপুরে সন্দীপ ঘোষের যে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে সেটি রয়েছে বাবু পাড়ায়। ফ্ল্যাট নম্বর হল 4E। ফোর্থ ফ্লোরে থাকা এই ফ্ল্যাটে তিনি মাঝেমধ্যেই আসতেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ফ্ল্যাট ছাড়াও তার একটি গাড়ির গ্যারেজ রয়েছে বলেই খোঁজ মিলেছে। জানা গিয়েছে, সন্দীপ ঘোষ এই ফ্ল্যাট ১০ বছর আগে কিনেছিলেন। সন্দীপ ঘোষ একসময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থপেডিক ডিপার্টমেন্টের এইচওডি-ও ছিলেন।
আরও পড়ুন : Sandip Ghosh: বিদেশেও ছড়িয়ে রয়েছে কুকীর্তি, ৭ বছর আগেও হংকংয়ে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ
বহরমপুরের বাবুপাড়ায় যে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে সেই ফ্ল্যাটে কখনো কখনো সন্দীপ ঘোষ আসতেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের থেকে। প্রতিবেশীদের থেকে এও জানা গিয়েছে, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিদ্যুৎ বিল ইত্যাদি দেওয়ার জন্য অবশ্য তিনি আসতেন না। এই সকল টাকা তিনি অনলাইনে পাঠিয়ে দিতেন। তবে তিনি যখনই ফ্ল্যাটে আসতেন তখনই তার সঙ্গে অনেকজন সাঙ্গোপাঙ্গ থাকতো।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি থেকে শুরু করে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বহরমপুরের বাবু পাড়ার ফ্ল্যাটের প্রতিবেশীরা এখন সন্দীপ ঘোষের উপযুক্ত শাস্তি দাবি করছেন। প্রতিবেশীদের থেকেই জানা গিয়েছে, বহরমপুরের এই ফ্ল্যাট অধিকাংশ সময় তালা বন্ধ থাকে।