DA Announce Date: DA নিয়ে নতুন করে কবে সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব তাড়াতাড়ি একটি সুখবর আসতে চলেছে আর সেই সুখবর হলো তাদের নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। তবে কয়েকদিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে এমনটা শোনা যাচ্ছে। কিন্তু শোনা গেলেও তা ঠিক কবে (DA Announce Date) করা হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত সবার কাছেই অজানা। এক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার দিন নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisements

প্রথমদিকে যা শোনা যাচ্ছিল তাতে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ও কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের DA এবং DR বৃদ্ধির ঘোষণা হতে পারে। তবে এখন যা শোনা যাচ্ছে তাতে হয়তো এমন একটি সুখবর পেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আরও দিন কয়েক অপেক্ষা করতে হলেও হতে পারে।

Advertisements

ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণার ক্ষেত্রে আরও বেশ কয়েকটা দিন সময় লাগার পিছনে যে কারণ সম্পর্কে জানা যাচ্ছে তা হল হরিয়ানা বিধানসভার নির্বাচন। আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভায় নির্বাচন রয়েছে। ডিএ ও ডিআরকে ঘিরে এই নির্বাচনে কেন্দ্রের শাসক দল বিজেপি কিছুটা হলেও সুবিধা পেতে মরিয়া। কেননা ভোটের আগে আগে ঘোষণা হলে তার প্রভাব থেকে যায়।

Advertisements

আরও পড়ুন : Ladies Seats Reservation: বেসরকারি বাসেও এবার মিলবে মেট্রোর মতো সুবিধা, নতুন পরিকল্পনা রাজ্য সরকারের

হরিয়ানা বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ওয়াকিবহাল মহল মনে করছে, ঠিক ভোটের দিন কয়েক আগেই হয়তো কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে। আর এমনটা যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলাই বাহুল্য।

আবার যদি গত কয়েক বছরের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, কেন্দ্র সরকার প্রতিবছর জুলাই মাস থেকে বর্ধিত ডিএ ও ডিআরের ঘোষণা করে থাকে ঠিক দীপাবলীর এক সপ্তাহ থেকে ১৫ দিন আগে। আর এই বছরও যদি সেই রীতি মেনে চলা হয় এবং হরিয়ানার বিধানসভা ভোটের দিকে তাকানো হয় তাহলে সরকারি কর্মচারীদের সুখবর মিলতে অপেক্ষা করতে হতে পারে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এই অপেক্ষা আবার গড়িয়ে যেতে পারে অক্টোবর মাসের শুরুর দিকেও। তবে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেই তা জানতে আরও দিন করে অপেক্ষা করতে হবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements