Mental Illness Treatment: রাজ্য সরকার দিল দারুণ খুশির খবর, মানসিক রোগের চিকিৎসার খরচ আসছে হেলথ স্কিমের আওতায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mental Illness Treatment: রাজ্য সরকার দিল দারুণ খুশির খবর, হেলথ স্কিমের আওতায় পাওয়া যাবে মানসিক রোগের চিকিৎসার খরচ। সাধারণের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে আলাদা আলাদা সুযোগ সুবিধা। আরো একটি নতুন প্রকল্প নিয়ে আসা হলো রাজ্য সরকারি কর্মীদের জন্য। দারুন খুশির খবর দিল সরকার। প্রকল্পের আওতায় উপকৃত হতে চলেছেন একাধিক রাজ্য সরকারি কর্মী। এই প্রকল্পের কথা এর আগে বোধহয় কেউ কখনো ভাবেনি। বলা ভালো ভাবার প্রয়োজনই পড়েনি। বর্তমান পরিস্থিতিতে আরজিকরে ঘটে যাওয়া নৃশংস নির্মম হত্যাকাণ্ডের পর এই বিষয়টি নিয়েও ভাবতে বাধ্য রাজ্য সরকার। রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় মানসিক রোগের চিকিৎসার জন্য টাকা (Mental Illness Treatment) দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে।

Advertisements

নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে মানুষের মানসিক চাপের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। রাজ্য সরকারি কর্মচারী অথবা সাধারণ বেসরকারি সব জায়গায় কাজের চাপ অনেক বেশি। তাই বাড়ছে মানসিক চাপের পরিমাণও। মানসিক চাপের কারণে মানসিক রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানসিক রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে চালু করা হয়েছে নতুন প্রকল্প। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে এখন থেকে রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য মানসিক রোগের চিকিৎসার খরচ (Mental Illness Treatment) দেবে রাজ্য সরকার।

Advertisements

এখন থেকে রাজ্য সরকারী কর্মীরা নিউরোসাইক্রিয়াটিক জনিত অথবা স্নায়ু কোষ জনিত যে কোনো রকম সমস্যার চিকিৎসা করাতে পারবেন নিশ্চিন্তে। চিকিৎসার খরচ (Mental Illness Treatment) দেবে রাজ্য সরকার। হেলথ স্কিম থেকে সরাসরি এই খরচ তুলে নিতে পারবে কর্মীরা। এতদিন পর্যন্ত হেলথ স্কিমের আওতায় ১৭ টি অসুখের নাম ছিল। যে সমস্ত অসুখের জন্য হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না। আউটডোরে চিকিৎসা হলেও সেই খরচ পাওয়া যেত সরকারের তরফ থেকে। এখন সেই তালিকায় যুক্ত হল আরো একটি রোগের নাম। ১৮ তম অসুস্থতা হিসেবে মানসিক স্বাস্থ্য যুক্ত করল রাজ্য সরকার। এই কথা ঘোষণা করার পর থেকেই কর্মীরা অত্যন্ত খুশি।

Advertisements

আরো পড়ুন: কম টাকায় ইলিশ থেকে চিংড়ি পাওয়া যায় কলকাতার ৬ মাছ বাজারে

মানসিক চাপ থেকে স্নায়ু কোষ জনিত রোগ সৃষ্টি হওয়ার প্রবণতা অনেকটাই বেরে গেছে। কিন্তু সেই ভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। কারণ, মানসিক রোগের চিকিৎসার খরচ অনেক বেশি। তাই বেশিরভাগ পরিবারই চিকিৎসা করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। এবার এই মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অন্তত রাজ্য সরকারি কর্মীদের আর চিন্তা করার প্রয়োজন নেই। কারণ কর্মীদের হয়ে এই খরচা (Mental Illness Treatment) দেবে রাজ্য সরকার। এই অসুখের জন্য আগেও খরচ দেওয়া হতো তবে যদি কোন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হতো তবে সে খরচ পাওয়া যেত। কিন্তু সব সময় মানসিক রোগের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। এখন থেকে আউটডোর চিকিৎসার ক্ষেত্রেও যুক্ত করা হলো মানসিক রোগের বিষয়টিকে সেই খরচ দেবে রাজ্য সরকার।

পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটা একটি অতিরিক্ত সুখবর বলে মনে করছে বিশেষজ্ঞরা। এখন থেকে স্নায়ুজনিত প্রায় ৬ টি রোগের চিকিৎসা সরকারি খরচায় (Mental Illness Treatment) করাতে পারবেন কর্মীরা। ৬ টি রোগের মধ্যে থাকবে হ্যালুসিনেশনের মতন রোগও। এর আগে কখনো এই ধরনের কোন প্রকল্প চালু করার কথা কেউ ভাবেনি। কারণ হয়তো ভাবার প্রয়োজনে পড়েনি। কিন্তু যুগ যত এগোচ্ছে তত মানসিক সমস্যা বাড়ছে, তাই এই রোগটিকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে সরকার। এখনো অনেক পরিবার আছে যেখানে ডিপ্রেশন শব্দটি কোন জায়গায় নেই। তারা জানেনই না ডিপ্রেশন বলেও একটি বিষয় হতে পারে। এটিও একটি মানসিক রোগের পর্যায়ে পড়ে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানসিক অসুস্থতা। তাই এই বিষয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisements