Government Schools: সরকারি স্কুল মানেই খারাপ নয়, দেখুন দেশের সেরা কয়েকটি সরকারি স্কুলের হালহকিকত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Government Schools: সরকারি স্কুল মানেই খারাপ এই ধারণা ভ্রান্ত, রইল দেশের সেরা কয়েকটি সরকারি স্কুলের খোঁজ। অনেকেই মনে করেন সরকারি স্কুলগুলিতে পড়াশোনা হয় না। আর এই ধারণা থেকে বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি স্কুলে ভর্তি করার প্রবণতা দেখা যায় অভিভাবকদের মধ্যে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। এমন অনেক সরকারি স্কুল রয়েছে যেখানে পড়াশোনার মান এতটাই ভালো যে তা কোন বেসরকারি স্কুলের পক্ষে দেওয়া হয়তো সম্ভব নয়। এমন অনেক সরকারি স্কুল আছে যেখানে চান্স পেতে গেল বেশ কষ্ট করতে হয। উপযুক্ত মেধার প্রমাণ দিয়ে তবেই এই সমস্ত স্কুলে ভর্তি হওয়া সম্ভব। ভারতে অবস্থিত এমন কয়েকটি সরকারি স্কুল (Government Schools) সম্পর্কে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Advertisements
কেন্দ্রীয় বিদ্যালয়

সরকার পরিচালিত স্কুলগুলির (Government Schools) তালিকা সবার প্রথমেই উঠে আসে কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম। এই স্কুলটিতে ভর্তি করার জন্য মুখিয়ে থাকেন অভিভাবকরা। এই স্কুলে ভর্তি হতে গেলে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মেরিট টেস্টের মাধ্যমে অথবা লটারির মাধ্যমে এই স্কুলে ভর্তি নেওয়া হয়। স্কুলটির যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ। বাকি যাবতীয় খরচ খরচা বহন করে ভারত সরকার অনুমোদিত শিক্ষামন্ত্রক। গোটা দেশ জুড়ে প্রায় ১২৫০টি শাখা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের। শুধুমাত্র ভারতে নয় মস্কো, কাঠমান্ডু এবং তেহরানেও একটি করে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার।

Advertisements
রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়

এই স্কুলটি (Government Schools) পরিচালনার দায়িত্বে রয়েছে দিল্লি সরকার। শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা হয়। এখানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এই বিদ্যালয়ে দুটি শ্রেণীতে ভর্তি হওয়া যায়। ষষ্ঠ এবং একাদশ এই দুটি শ্রেণীর জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। অন্য কোন ক্লাসে সরাসরি ভর্তি হওয়া যায় না। ২০২১-২২ সালে স্কুলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্কুল অফ স্পেশালাইজ এক্সিলেন্স।

Advertisements
স্কুল অফ এক্সিলেন্স

দিল্লি সরকার অনুমোদিত অন্যতম বিখ্যাত সরকারি স্কুল (Government Schools) হল স্কুল অফ এক্সিলেন্স। দিল্লিতে কেজরিওয়াল সরকার ক্ষমতায় আসার পর এই একই পরিষেবা সহযোগে ১০০টি স্কুল স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা এখনো পর্যন্ত বাস্তবে সফল করা সম্ভব হয়নি। এখনো অব্দি পাঁচটি শাখা নির্মিত হয়েছ। এই স্কুলটিতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। নিজের যোগ্যতার উপর ভিত্তি করে যে কোন ক্লাসে ভর্তি হওয়া সম্ভব।

আরো পড়ুন: DA নিয়ে নতুন করে কবে সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

জওহর নবোদয় বিদ্যালয়

কেন্দ্রীয় সরকারী পরিচালিত স্কুলগুলির (Government Schools) মধ্যে সবথেকে জনপ্রিয় এবং পরিচিত নাম জওহর নবোদয় বিদ্যালয়। এই স্কুলটিতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা এবং মেধার উপর ভিত্তি করে ভর্তি করা হয় এই আবাসিক স্কুলটিতে। শিক্ষার্থীদের থাকা খাওয়া পড়াশোনা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত যাবতীয় দায়ভার রয়েছে কেন্দ্রীয় সরকারের উপরে। কিন্তু স্কুলটি দেখভালের দায়িত্ব পালন করে অনেকাংশই ট্রাস্টি বোর্ড। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দান করা হয় এখানে। নবম শ্রেণী থেকে মাসিক বেতন দিতে হয় শিক্ষার্থীদের। মাসিক বেতন ধার্য করা হয়েছে ৬০০ টাকা করে।

সৈনিক স্কুল

সরকারি স্কুলের (Government Schools) মধ্যে অন্যতম হল সৈনিক স্কুল। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই স্কুলগুলি প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৬১ সালে এই স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়েছিল। এতদিন পর্যন্ত এই স্কুলে শুধু মাত্র ছেলেদেরকেই ভর্তি নেওয়া হত। তবে ২০২১-২২ সালে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন ষষ্ঠ শ্রেণী থেকে মেয়ে শিক্ষার্থীদেরকেও ভর্তি নেওয়া হয় সৈনিক স্কুলে। এই স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক।

Advertisements