Hyundai Creta Knight Edition: কালো রঙের গাড়ি পছন্দ, ব্ল্যাক পেইন্ট স্কিমে লঞ্চ হল হুন্ডাইয়ের নতুন মডেল

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Hyundai Creta Knight Edition: ভারতের এসইউভি গাড়ি বাজারে নতুন এক উজ্জ্বল চমক নিয়ে হাজির হয়েছে হুন্ডাই ক্রেটা। হুন্ডাই মোটর ইন্ডিয়া আগাম কোনোরকম ঘোষণা ছাড়াই বাজারে লঞ্চ করেছে এই নতুন মডেলটি-হুন্ডাই ক্রেটা নাইট এডিশন (Hyundai Creta Knight Edition)। এই সংস্করণটি এতটাই আকর্ষণীয় যে, গাড়িটির চকচকে কালো রঙ বর্তমানের ফ্যাশনেবল দুনিয়ায় এক নতুন উদ্দীপনা যোগাবে গাড়িপ্রেমীদের জীবনে।

Advertisements

এই নতুন সংস্করণের দাম রাখা হয়েছে ১৪.৫১ লক্ষ থেকে ২০.১৫ লক্ষ টাকা এক্স-শোরুম অনুযায়ী। হুন্ডাই ক্রেটা নাইট এডিশনের প্রধান বৈশিষ্ট্য হলো এর অন্ধকার মোহিত কালো পেইন্ট স্কিম। গাড়ির ফ্রন্ট গ্রিল, ম্যাট-ব্ল্যাক ফ্রন্ট ও রিয়ার হুন্ডাই লোগো, ১৭ ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে রয়েছে রেড ব্রেক ক্যালিপার এবং নাইট প্রতীক।

Advertisements

গাড়িটির (Hyundai Creta Knight Edition) প্রতিটি কোণায় কালো রঙের চমৎকার ব্যবহার করা হয়েছে—ফ্রন্ট ও রিয়ার স্কিড প্লেট, সাইড সিল গার্নিশ, রুফ রেলস এবং সি-পিলার গার্নিশ। অভ্যন্তরের কথা বললে, ক্রেটা নাইট এডিশনের কেবিনে রয়েছে ব্ল্যাকড-আউট ইন্টেরিয়র আপহোলস্টারি, ব্ল্যাক লেদার সিট এবং ব্রাস কালার ইনসার্ট।

Advertisements

এছাড়া, এতে রয়েছে স্পোর্ট মেটাল পেডাল, চামড়া-মোড়ানো স্টিয়ারিং হুইল এবং গিয়ারশিফ্ট নব, যা গাড়ির অভ্যন্তরকে আরও স্টাইলিশ ও আধুনিক করে তুলেছে। এই গাড়ি (Hyundai Creta Knight Edition) ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন অপশনে পাওয়া যাবে। এতে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল ও আইভিটি অটোমেটিক গিয়ারবক্স, পাশাপাশি টর্ক কনভার্টার অটোমেটিকও বেছে নেওয়া যাবে।

আরো পড়ুন: টাটা মাহিন্দ্রাকে টক্কর দিতে মার্কেটে নয়া গাড়ি লঞ্চ করতে চলেছে রিলায়েন্স

বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Tata Harrier Dark Edition, Maruti Suzuki Grand Vitara Black Edition এবং MG Hector BlackStorm। হুন্ডাই ক্রেটা নাইট এডিশন এস (O) ও SX (O) ভ্যারিয়েন্টে উপলব্ধ হয়ে গাড়ি প্রেমীদের মন জয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আসলে যতই যুগ এগোচ্ছে ততই উন্নত মডেল অফিসের গাড়ি আনছে একের পর এক অটোমোবাইল কোম্পানিগুলি। যার ফলে গাড়ি প্রেমীরা তাদের স্বপ্নের গাড়ি হাতে পেয়ে যাচ্ছে।

গাড়ির উন্নত প্রযুক্তিগত ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন সবসময়ই হুন্ডাইকে এগিয়ে রেখেছে। ক্রেটা নাইট এডিশন তার অসাধারণ কালো থিম এবং অত্যাধুনিক ফিচার দিয়ে বাজারে নিজেদের অবস্থানকে আরও মজবুত করবে। বর্তমান সময়ে গাড়িপ্রেমীরা শুধুমাত্র শক্তিশালী ইঞ্জিন বা পারফরম্যান্সই খুঁজছেন না, বরং গাড়ির স্টাইল এবং প্রিমিয়াম লুকও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুন্ডাই ক্রেটা নাইট এডিশন ঠিক সেই চাহিদাগুলো পূরণ করে, যা ক্রেতাদের আরও বেশি করে আকৃষ্ট করবে।

Advertisements