Cash Deposit in ATM: এটিএমে টাকা জমা করা এখন আরও সহজ, নয়া নিয়ম চালু করল আরবিআই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cash Deposit in ATM: এটিএম এর মাধ্যমে টাকা জমা দেওয়া সাধারণ মানুষের কাছে এখন রীতিমতো ঝামেলার বিষয়। কারণ দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় এবং অনেক সময় দেখা যায় এটিএমে ক্যাশ ডিপোজিট মেশিন খারাপ হয়ে পড়ে থাকে। আরবিআই যে নতুন নিয়ম চালু করল তাতে সুবিধা হল সাধারণ মানুষের। গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই পরিষেবা সত্যি প্রশংসনীয়। ডেবিট কার্ড এবং পিন ছাড়াই ক্যাশ জমা করতে পারবেন এটিএমে। কিভাবে সম্ভব এই কাজটি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) বা UPI অ্যাপ ব্যবহার করে ক্যাশ ডিপোজিট করুন খুব সহজেই।

Advertisements

সাধারণত গ্রাহকেরা ক্যাশ ডিপোজিট (Cash Deposit in ATM) করতে গেলে দুটি পদ্ধতি অবলম্বন করে। প্রথমটি হল ব্যাঙ্কের শাখায় গিয়ে অর্থ জমা করা অথবা গ্রাহকদের ডেবিট কার্ড ব্যবহার করে ATM-এর মাধ্যমে নগদ জমা করা। নতুন পরিষেবা গ্রাহকদের কষ্ট অনেকটাই লাঘব করবে।

Advertisements

আরো পড়ুন: সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালান্সের নিয়মে বদল আনছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

কিভাবে এই কাজটি (Cash Deposit in ATM) সম্পন্ন হবে?
  1. প্রথমে গ্রাহককে UPI ট্রানজাকশন সাপোর্ট করে এমন একটি ক্যাশ ডিপোজিট মেশিনে (CDM) গিয়ে “UPI ক্যাশ ডিপোজিট” অপশনটি নির্বাচন করতে হবে।
  2. তারপর UPI অ্যাপ দিয়ে CDM-এ QR কোড স্ক্যান করুন।
  3. প্রত্যেকটি মূল্যের কারেন্সি নোটের সংখ্যা লিখতে হবে(যেমন ১০০ টাকা, ৫০০ টাকা)।
  4. নগদ জমা করার পরিমাণ গ্রাহক পেয়ে যাবে ইউপিআই অ্যাপে।
  5. অ্যাপের মাধ্যমে জমা করা নগদের পরিমাণ ভেরিফাই করুন।
  6. এরপরে UPI-সংযুক্ত অ্যাকাউন্টের তালিকা থেকে প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে।
  7. তারপর গ্রাহককে UPI পিন দিয়ে এই ট্রানজাকশন সম্পূর্ণ করতে হবে।
  8. আপনার ক্যাশ যখন সফলভাবে জমা হয়ে যাবে (Cash Deposit in ATM) তখন CDM একটি কনফার্মেশন স্লিপ দেবে।

NPCI বা National Payments Corporation of India এর মতে, UPI ব্যবহার করে সাধারণ মানুষ খুব সহজেই ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল ATM অপারেটরদের (WLAO) দ্বারা পরিচালিত ATM-এ তাদের নগদ জমা করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে না কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট কার্ডের। খুব শীঘ্রই সাধারণ মানুষের সুবিধার্থে ব্যাংকগুলো চালু করতে চলেছে UPI ইন্টারঅপারেবল ক্যাশ ডিপোজিট সুবিধা। গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবেন।

Advertisements
Advertisements