Bajaj Chetak Electric Scooter: উৎসবের মরসুমে যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে বাজাজের ই-স্কুটার আপনার জন্য একেবারেই উপযুক্ত। পুজোর আগেই এই স্কুটারে পেয়ে যাবেন কুড়ি হাজার টাকার ছাড়। ভারতীয় বাজারে বিভিন্ন কোম্পানি একের পর এক লঞ্চ করছে ইলেকট্রিক স্কুটার। বাজাজ চেতকের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত অফার থাকবে সীমিত সময়ের জন্য।
বৈদ্যুতিক স্কুটার হল এমন একটি স্কুটার যা পরিবেশ দূষণ রোধ করতে সহায়তা করে। এখন পর্যন্ত অনেক কোম্পানি ভারতীয় বাজারে ইভি এন্ট্রি নিয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বৈদ্যুতিক স্কুটারগুলোতে দেওয়া হচ্ছে নানা ধরনের অফার। তাই পিছিয়ে নেই বাজাজ কোম্পানিও, বাজাজ অটো ব্র্যান্ডের প্রিমিয়াম স্কুটারগুলিতে (Bajaj Chetak Electric Scooter) দুর্ধর্ষ অফার নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য।
বাজাজ চেতক তার প্রিমিয়াম স্কুটারে (Bajaj Chetak Electric Scooter) ছাড় দিচ্ছে প্রায় কুড়ি হাজার টাকা। তাই আপনি যদি পুজোতে নতুন স্কুটার কিনতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তবে দেরি করা যাবে না কারণ অফারটি আছে সীমিত সময়ের জন্য। বাজাজের দাবি অনুযায়ী, পেট্রোল স্কুটার এর তুলনায় এই বৈদ্যুতিক স্কুটারে বছরে প্রায় ৩৮ হাজার টাকা সাশ্রয় হবে।
আরো পড়ুন: বাজাজ এর Chetak e-Scooter এ করে এক চার্জেই ঘুরে আসুন দিঘা থেকে
বাজাজ চেতক প্রিমিয়াম স্কুটারে (Bajaj Chetak Electric Scooter) একবার চার্জ দিলে আপনি পেয়ে যাবেন প্রায় ১২৬ কিলোমিটার মাইলেজ। সম্পূর্ণ চার্জ হতে স্কুটারটি সময় নেবে ৪ ঘন্টা ৩০ মিনিট। অত্যাধুনিক ফিচার্স সম্পূর্ণ এই স্কুটারটি আশা করি গ্রাহককে আকৃষ্ট করবে। এতে আছে ইকো এবং স্পোর্টস মোড। প্রতি ঘন্টায় প্রায় ৭৩ কিলোমিটার গতিতে চলতে পারে এই স্কুটারটি। মার্কেটে তিনটি কালার যেমন – ব্রুকলিন ব্ল্যাক, ইন্ডিগো ব্লু সহ তিনটি রঙে এই স্কুটারটি বাজারে পাওয়া যাচ্ছে।
বাড়তি ফিচারস হিসাবে চেতকে রয়েছে একটি নতুন ৫ ইঞ্চি TFT স্ক্রিন, এছাড়াও পাবেন কল অ্যালার্ট ফিচার। তার সাথে থাকবে নেভিগেশন ফিচারস, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, অন-বোর্ড চার্জিং-এর মতো বৈশিষ্ট্যগুলি। বাজাজ তার চেতক স্কুটারটিকে নতুন রূপে সাজিয়েছে গ্রাহকদের জন্য। বাজাজ চেতকের এই প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার ২৪৩ টাকা থেকে। ব্রুকলিন ব্ল্যাক, ইন্ডিগো ব্লু সহ তিনটি রঙে এই স্কুটারটি বাজারে পাওয়া যাচ্ছে।