কলকাতা: পুজোর মুখে রাজ্যে নতুন এক সংকট মাথাচাড়া দিতে শুরু করেছে। যে সংকটের কথা বলা হচ্ছে তা মূলত নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে। আসলে নিত্যপ্রয়োজনীয় জিনিস আদান-প্রদানের ক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে বেশি সেই ট্রাক মালিকরা ট্রাক ধর্মঘটে (Truck Strike) নামতে চলেছেন। ৩ দিনের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।
তিনদিনের জন্য এমন ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তাদের এমন ধর্মঘটে নামার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যে সকল কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো অতিরিক্ত পণ্য বহন বন্ধ করা। অতিরিক্ত পণ্য বহন বন্ধ করার দাবির পাশাপাশি রয়েছে আরও সাত দফা দাবি দাওয়া।
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন যে ধর্মঘটের ডাক দিয়েছে তা শুরু হচ্ছে বুধবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে এবং তা চলবে শুক্রবার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। পুজোর মুখে তিন দিনের জন্য এমন ট্রাক ধর্মঘটের প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাদ্য শস্য, আনাজ, ফল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের যোগানের ক্ষেত্রে টান পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: Viral Theft Video: চলন্ত ট্রাক থেকে এইভাবে মাল সাফাই! হার মানাবে সিনেমাকেও
অতিরিক্ত পণ্যবহন বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি তোলা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ অ্যাসোসিয়েশনের। কিছু ট্রাক চালক এবং প্রশাসনিক মদতে দিনের পর দিন এমন কাজ চলছে আর এর ফলে ট্রাক মালিকরা বহু ক্ষেত্রেই ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও এই ধরনের কাজের ফলে রাস্তা খারাপের পাশাপাশি যানবাহনের ক্ষতি হচ্ছে।
এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার ও পুলিশি হেনস্তার অভিযোগ তোলা হচ্ছে ট্রাক মালিকদের তরফ থেকে। কিছু কিছু জায়গায় যে সকল ওয়ে ব্রিজ রয়েছে সেগুলিতে অবৈধভাবে গাড়ি-পিছু ২৩৬ টাকা করে নেওয়া হচ্ছে। এমন ওয়েব ব্রিজ রয়েছে কোচবিহার এবং বীরভূমের খয়রাকুড়িতে। এই সকল ওয়ে ব্রিজে পণ্যবাহী ট্রাক ওজন করার সময় এমন অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ।