Indian Railways: কখনো রেললাইনে পাথর, কখনো সিলিন্ডার, এক সপ্তাহে তিনবার ট্রেন বেলাইন করার চেষ্টা

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ গত জুন মাস থেকে এখনো পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অন্ততপক্ষে ১৭টি ট্রেন দুর্ঘটনার মত ঘটনা ঘটে গিয়েছে। একের পর এক ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ যাত্রীরা এখন ট্রেনে চড়তে ভয় পাচ্ছেন। এইভাবে একের পর এক ট্রেন দুর্ঘটনায় ভারতীয় রেলের (Indian Railways) সুরক্ষা ব্যবস্থা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে সেই সময় আবার বিস্ফোরক ঘটনা সামনে এলো।

Advertisements

রেলমন্ত্রকের তরফ থেকে সম্প্রতি এমন একটি ভয়াবহ তথ্য সামনে আনা হয়েছে। যে তথ্য থেকে জানা যাচ্ছে, এক সপ্তাহে অন্ততপক্ষে তিনবার ট্রেন বেলাইন করার চেষ্টা করা হয়েছে। গত সপ্তাহে দুবার ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। আবার কখনো রেল লাইনের উপর রান্নার গ্যাস সিলিন্ডার রেখে ট্রেনকে বেলাইন করার চেষ্টা চালানো হয়েছে।

Advertisements

এক সপ্তাহে তিনবার এইভাবে ট্রেনকে বেলাইন করার চেষ্টা চালানো হলেও সেই চেষ্টা সফল হয়নি। মূলত লোকো পাইলটদের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষা করেছেন। তবে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার গন্ধ যেমন পাওয়া যাচ্ছে ঠিক সেই রকমই বারবার এমন ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রেলের কাছে।

Advertisements

আরও পড়ুন : Indian Railways: সাড়ে তিন বছরের বিলম্বিত ট্রেন, ভারতীয় রেলের ইতিহাসে এক অদ্ভুত ঘটনা

রেলের তরফে জানা গিয়েছে গত রবিবার কানপুরে রেল লাইনের উপর একটি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল। যে ঘটনায় বিরাট কিছু হওয়ার আগেই লোকো পাইলট বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক করেন। শুধু তাই নয়, যে জায়গায় এমন ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে পুলিশ পেট্রোল, দেশলাই উদ্ধার করেছে। স্বাভাবিকভাবে এমন ঘটনা থেকে স্পষ্ট, ওই জায়গায় কোন কু-মতলব ছিল দুষ্কৃতীদের।

রেলের তরফ থেকে এমন তথ্য পেশ করার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি দেশে বারবার ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পিছনেও কোন কু-মতলব রয়েছে? কেননা সম্প্রতি পাকিস্তানের জঙ্গি ফারহাতুল্লাহ ঘোরি টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছিল বড়োসড় ট্রেন দুর্ঘটনার ছক কষা হচ্ছে।

Advertisements