Telia Bhola: দীঘায় দুটি মাছ বিক্রি হলো ৩ লক্ষ টাকায়, ভাগ্য খুলল মৎস্যজীবীদের

Shyamali Das

Published on:

Advertisements

পূর্ব মেদিনীপুর: দীঘায় হামেশাই মহামূল্যবান মাছ বিক্রি হয়ে থাকে। সম্প্রতি দিন চারেক আগে সেই রকমই দুটি মহামূল্যবান মাছ বিক্রি করা হয়। যে মাছ দুটির দাম ওঠে ৩ লক্ষ টাকা। দুটি মাছ বিক্রি করেই তিন লক্ষ টাকা মুনাফা লাভের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ভাগ্য খুলেছে মৎস্যজীবীদের। যদিও এমন মহামূল্যবান মাছ সব সময় যে মৎস্যজীবীদের জালে ওঠে তা নয়।

Advertisements

বর্ষার মরশুমে এখন মৎস্যজীবীরা ইলিশ থেকে শুরু করে বিভিন্ন নামিদামি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়ে থাকেন। সমুদ্রে পাড়ি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন সময় দামি শংকর মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ জালবন্দী করেন। সেসব মাছ আনা হয় মৎস্য নিলাম কেন্দ্রে এবং সেখানেই নিলাম করে মাছ বিক্রি করা হয়।

Advertisements

চারদিন আগে কয়েকজন মৎস্যজীবী সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মাছ ধরার উদ্দেশ্যে। ওই সকল মৎস্যজীবীদের জালে দুটি বিশালাকৃতির তেলিয়া ভোলা (Telia Bhola) মাছ ধরা পড়ে। যে মাছ দুটি আনা হয় দীঘার মৎস্য নিলাম কেন্দ্রে এবং সেখানে নিলামে তোলা হলে মাছ দুটির জন্য তিন লক্ষ টাকা পাওয়া যায়।

Advertisements

আরও পড়ুন : Best Fish Market Kolkata: কম টাকায় ইলিশ থেকে চিংড়ি পাওয়া যায় কলকাতার ৬ মাছ বাজারে

তেলিয়া ভোলা মাছ সম্পর্কে এখন অধিকাংশ মানুষেরাই এই মাছের গুরুত্ব সম্পর্কে জেনে গিয়েছেন। এই মাছের বায়ুথলি দিয়ে সার্জিক্যাল সুতো তৈরি হওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের ওষুধ তৈরীর কাজে লাগে। এছাড়াও এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে। এসবের কারণেই তেলিয়া ভোলা মাছের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে এর দামও অনেকটাই পাওয়া যায়। আবার তেলিয়া ভোলা মাছের দাম নির্ভর করে পুরুষ ও স্ত্রী মাছের উপরও।

দীঘার মৎস্য নিলাম কেন্দ্রে এর আগেও আগস্ট মাসের শেষের দিকে তিনটি তেলিয়া ভোলা মাছ বিক্রি হয়েছিল ৪.৪০ লক্ষ টাকায়। যেবার ওই সকল মাছের প্রতি কেজির দাম মিলেছিল ১১ হাজার টাকা। একইভাবে এবার যে দুটি তেলিয়া ভোলা মাছ বিক্রি হয়েছে সেই দুটি মাছের দাম প্রায় একই রকম পাওয়া গিয়েছে।

Advertisements