Mini Tibet: কলকাতার কাছেই এমন বহু জায়গা আছে যা আমাদের কাছে এখনো অজানা। পর্যটকদের ভিড় এইসব জায়গাতে তেমন একটা হয় না। যারা নিরিবিলি সময় কাটাতে চান তারা ঘুরে আসতে পারেন ভুবনেশ্বরের কাছাকাছি এই এক টুকরো তিব্বত থেকে। ওড়িশার মধ্যে এমন একটি সুন্দর জায়গা রয়েছে তা কল্পনা করা যায় না। দক্ষিণ ওড়িশায় পূর্বঘাট পর্বতমালায় ঘেরা গজপতি জেলা। তারই মধ্যে ছোট্ট শহর জিরাং। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের কাছে এটি মিনি তিব্বত নামেই পরিচিত।
শহরের কোলাহল থেকে দূরে মুক্ত প্রকৃতিতে যদি কয়েকটা দিন কাটাতে চান এই জায়গাতে চলে আসুন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি শহরেই আপনি দেখতে পাবেন তিব্বতের ছোঁয়া। ষাটের দশকে ডালহৌসি, বমডিলা এবং চাম্বা থেকে কিছু তিব্বতী উদ্বাস্তু এসে এখানে জনবসতি গড়ে তুলেছিল। পরবর্তীকালে অবশ্য ১৯৬৩ থেকে ১৯৬৭ সালে সারা ভারতের নানা জায়গা থেকে তিব্বতিরা এখানে এসে বসতি স্থাপন করে। তিব্বতীরা এই জায়গাটিকে বলেন ‘ফুইসিং’, অর্থাৎ বাংলা ভাষায় যার মানে ‘সুখ এবং প্রাচুর্যের দেশ’ (Mini Tibet)। জায়গাটি অনেকের কাছেই চন্দ্রগিরি নামে পরিচিত।
কর্মব্যস্ত একঘেয়ে জীবন অনেকের কাছেই দীর্ঘ সময় ভালো লাগেনা, প্রকৃতির কোলে কয়েকটা দিন যদি দূষণমুক্ত বাতাস নেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। চন্দ্রগিরি (Mini Tibet) পর্যটকদের জন্য ঘোরার একটি আদর্শ স্থান। এখানে আপনি দেখতে পাবেন মহেন্দ্রগিরি পর্বতের সৌন্দর্য্য। লোকবিশ্বাস ভগবান পরশুরাম এই পর্বতে বসে ধ্যান করতেন। এছাড়াও এই শৃঙ্গটি হলো ওড়িশার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বঘাট পর্বতমালায় ঘেরা এই ছোট্ট শহরের মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে অবশ্যই।
আরো পড়ুন: এন্ট্রি ফি ছাড়াই একেবারে সস্তায় ঘুরে আসুন এই জঙ্গল থেকে, সাথে তিন বেলা এলাহি খাওয়া-দাওয়া
এই জায়গার (Mini Tibet) মূল আকর্ষণ কিন্তু এখানকার বৌদ্ধ বিহারগুলি। পাশাপাশি পর্যটকরা চন্দ্রগিরিতে বৌদ্ধ মঠে দেখতে পাবে ভগবান বুদ্ধের প্রায় ২৩ফুট উঁচু ব্রঞ্জের মূর্তিও। আর রয়েছে উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ পদ্মসম্ভাবা মহাবিহার মঠ। এইসব জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন যদি চন্দ্রগিরি ঘুরতে যান।
কিভাবে পৌছাবেন এখানে ? হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যান ব্রহ্মপুর স্টেশন। স্টেশন থেকে আপনাকে গাড়ি বুক করতে হবে তারপর পারি দিন জিরাং-এর উদ্দেশ্যে। ব্রহ্মপুর থেকে জিরাং-এর দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। যদি কেউ বিমান পথে যেতে চান তাহলেও যেতে পারেন। বিমানে গেলে প্রথমে নামতে হবে ভুবনেশ্বর বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে জিরাং। পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে জিরাং যাওয়ার যাত্রাপথ সত্যি রোমাঞ্চকর।