Adulterated Petrol: রমরমিয়ে চলছে ভেজাল পেট্রোলের ব্যবসা, ব্যবহারের আগে স্বচ্ছতা যাচাই করা প্রয়োজন। গাড়ি চালাতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন? বারবার গাড়ি আটকে যাচ্ছে? বা গাড়ি চালানোর সময় ঝাঁকুনি লাগছে? এগুলি হতে পারে ভেজাল পেট্রোলের (Adulterated Petrol) কারণে। আপনার গাড়িতে ভেজাল পেট্রোল ব্যবহার করছেন না তো? যে হারে ভেজাল পেট্রোলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে তাতে পেট্রোল ভরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আপনার গাড়িতে পেট্রোল ভরার সময় অবশ্যই যাচাই করে নেবেন, তা কতটা খাঁটি?
এখন প্রশ্ন হল যাচাই করবেন কিভাবে? কিভাবে বুঝবেন আপনার গাড়িতে ভেজাল পেট্রোল (Adulterated Petrol) ভরে দেওয়া হল কিনা? পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরার সময় পরিমাণ যাচাই করা সম্ভব। কিন্তু পেট্রোলের গুনমান যাচাই করবেন কিভাবে? বিষয়টা অসম্ভব মনে হলেও একেবারে অসম্ভব নয়। পেট্রোলের গন্ধের মাধ্যমে আপনি আলাদা করতে পারবেন। যদি কোন পেট্রোলে কম দামি কোন কেমিক্যাল মেশানো হয় তাহলে পেট্রোলের স্বাভাবিক গন্ধের চেয়ে আলাদা গন্ধ পাওয়া যাবে।
এছাড়া গাড়ি চলতে চলতে বাধা প্রাপ্ত হওয়া, গাড়িতে ঝাঁকুনি লাগা এই সমস্ত জিনিসগুলি খারাপ পেট্রোলের কারণেও হতে পারে। তাই গাড়িতে এইরকম কোন সমস্যা দেখা দিলে যে পেট্রোলটি ব্যবহার করা হচ্ছে সেটি যাচাই করা প্রয়োজন। গড়িতে কি তেল ব্যবহার করছেন তার উপর অনেকটাই নির্ভর করে ইঞ্জিনের সুস্থতা। তাই পেট্রোলের শুদ্ধতা যাচাই করা খুবই প্রয়োজন। ভেজাল পেট্রোলের (Adulterated Petrol) কারণে আপনার গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরো পড়ুন: আপনারও কি রয়েছে জিওর সিম, তাহলে এখনই হয়ে যান সতর্ক
পেট্রোলের ভেজাল (Adulterated Petrol) আছে কিনা তা যাচাই করার জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন।
- পেট্রোলের গন্ধ একেবারেই আলাদা হয়। যদি আপনি স্বাভাবিক গন্ধের চেয়ে অন্য কোন গন্ধ পান, তাহলে বুঝতে হবে ওই পেট্রলে কিছু না কিছু কেমিক্যাল মেশানো হয়েছে। অর্থাৎ, পেট্রোলটিতে অবশ্যই ভেজাল (Adulterated Petrol) রয়েছে।
- পেট্রোলের রং দেখেও শুদ্ধতা যাচাই করা সম্ভব। একটি স্বচ্ছ পাত্রের মধ্যে কিছুটা পেট্রোল ঢেলে দেখতে পারেন। যদি তার রং হালকা নীল অথবা গোলাপীর দিকে হয়, তাহলে বুঝতে হবে পেট্রোলে কোন কেমিক্যাল মেশানো রয়েছে। অর্থাৎ পেট্রোলটি ভেজাল (Adulterated Petrol।
- এইসবের পরও যদি আপনি ভেজাল নির্বাচন করতে না পারেন, তাহলে আরো ভালো একটি উপায় রয়েছে। একটি সাদা টিস্যু পেপার নিন এবং তাতে কিছুটা পেট্রোল ঢেলে দিন। যদি টিস্যু পেপারটি শুকিয়ে যায় এবং কোন দাগ না ফেলে, তাহলে বুঝতে হবে পেট্রোলটি একেবারে খাঁটি। আর যদি তৈলাক্ত দাগ থেকে যায় টিস্যু পেপারের উপরে তাহলে বুঝতে হবে পেট্রোলটিতে ভেজাল (Adulterated Petrol) মেশানো রয়েছে।
ভেজাল আছে কিনা জানা তো গেল। কিন্তু যখন পেট্রোল ভরবেন তখন তো সব সময় এত যাচাই করা সম্ভব হয় না। তাহলে ভেজাল পেট্রোল (Adulterated Petrol) ব্যবহারের থেকে নিজের গাড়িকে বাঁচাবেন কি করে? সব সময় চেষ্টা করবেন একটি নির্দিষ্ট এবং বিশ্বস্ত জায়গা থেকে পেট্রোল ভরানোর। কোন ছোট বা হঠাৎ গজিয়ে ওঠা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ব্যবহার করার আগে একটু যাচাই করে নেবেন। বিশেষত, রাস্তার পাশের কোন দোকান থেকে অবৈধভাবে বিক্রি হওয়া পেট্রোল কিনবেন নাশ এই ধরনের পেট্রোল থেকে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি কখনো বুঝতে পারেন গাড়িতে ভেজাল পেট্রোল মেশানো হয়েছে, তাহলে যে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়েছেন সেই পাম্পে গিয়ে অভিযোগ জানান এবং নিজের গাড়ির ইঞ্জিনটিকে অবশ্যই মেকানিক দ্বারা যাচাই করে নেবেন।