Indian Railways Rules: ট্রেন মিস করলেও ওই টিকিটেই উঠতে পারবেন ট্রেনে, রেলের একটি নিয়ম উপকারে আসে অনেকের

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে যাতায়াত করে থাকার কারণে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। ভারতের গণপরিবহনের এমন লাইফ লাইন অর্থাৎ রেল পরিষেবা উপভোগ করতে হলে যাত্রীদের বেশ কিছু নিয়ম (Indian Railways Rules) মেনে চলতে হয়। যে সকল নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম নিয়মটি হল বৈধ টিকিট।

Advertisements

লোকাল ট্রেন হোক অথবা এক্সপ্রেস, অথবা সুপারফাস্ট যে কোন ট্রেনে চড়তে হলেই সাধারণ যাত্রীদের টিকিট কাউন্টার, অনলাইন থেকে টিকিট বুকিং করে তারপর ট্রেনে চড়তে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীরা টিকিট না কেটে ট্রেনে চড়েন আর তার পরিপ্রেক্ষিতে তাদের টিকিটের দামের কয়েকগুণ বেশি জরিমানা দিতে হয়।

Advertisements

ট্রেনের টিকিটের ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে একটি হল টিকিটের বৈধতার সময়। বহু যাত্রীরা রয়েছেন যারা আগে থেকে টিকিট বুকিং করেও নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাতে পারেন না আর যে কারণে তাদের ট্রেন মিস হয়ে যায়। আবার অনেক যাত্রী রয়েছেন যারা একটি স্টেশন থেকে ওঠার জন্য টিকিট বুকিং করলেও সেই স্টেশনে না পৌঁছাতে পেরে অন্য স্টেশন থেকে উঠে পড়েন। কিন্তু এমন ক্ষেত্রেও নিয়ম মেনে চলতে হয় যাত্রীদের।

Advertisements

আরও পড়ুন : Toll Fee New Rules: জাতীয় সড়কে টোল ফি’র নিয়মে বদল আলন কেন্দ্র, এবার মিলবে বড় ছাড়

কোন কারণবশত যদি কোন যাত্রী যে স্টেশন থেকে ট্রেনে ওঠার পরিকল্পনা গ্রহণ করেছেন কিন্তু সেই স্টেশন থেকে উঠতে পারেননি, তিনি চাইলে অন্য কোন স্টেশন থেকেও ট্রেনে উঠতে পারে। এক্ষেত্রে তার টিকিট কিন্তু নষ্ট হয়ে যাবে না অর্থাৎ বৈধ থাকবে। তবে এক্ষেত্রে ওই টিকিটের বৈধতা থাকবে কেবলমাত্র বোর্ডিং স্টেশন থেকে পরবর্তী দুটি স্টেশন পর্যন্ত। তবে পরবর্তী দুটি স্টেশনের মধ্যে যদি ওই যাত্রী উঠতে না পারেন তাহলে তার টিকিট আর বৈধ থাকবে না।

ধরে নেওয়া যাক কোন যাত্রী শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করেছেন। কিন্তু ওই যাত্রী কোন কারণবশত শিয়ালদা স্টেশনে উঠতে পারলেন না। এক্ষেত্রে ওই যাত্রী পরবর্তী স্টেশন অর্থাৎ বিধান নগর রোড অথবা দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উঠতে পারবেন। তিনি যদি পরবর্তী দুটি স্টেশনের মধ্যে ট্রেনে উঠতে সক্ষম হয় তাহলে তার টিকিট নষ্ট হবে না।

Advertisements