Bus Service Resumption: বন্ধ থাকা একটি রুটে ফের চালু হলো বাস পরিষেবা, খুশির স্থানীয়রা

Shyamali Das

Updated on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ বাস পরিষেবা এখন দেশের পাশাপাশি রাজ্যের বাসিন্দাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। যে পরিষেবার ওপর ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান। তবে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন রুটের বাস পরিষেবা বন্ধ হতে দেখা গিয়েছে। যে সকল রুটের বাস পরিষেবা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে সেই সকল রুটের বাস পরিষেবা এখন পুনরায় চালু করার বিষয়ে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। ঠিক সেই রকমই একটি রুটের বাস পরিষেবা বছর কয়েক আগে বন্ধ হয়ে গেলেও তা পুনরায় চালু হলো (Bus Service Resumption)। যে বাস পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে সাধারণ মানুষেরা স্বাভাবিকভাবেই খুশি।

Advertisements

দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকা বাস পরিষেবা পুনরায় চালু হওয়ার পিছনে যার হাত রয়েছে তিনি হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একটি রুটে পুনরায় বাস পরিষেবা চালুর বিষয়ে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখালেন। তার এমন প্রতিশ্রুতি পূরণে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Advertisements

সম্প্রতি ১০ আগস্ট অভিষেক ব্যানার্জি আমতলায় এসেছিলেন এবং সেখানে আছিপুরের বাসিন্দাদের আশ্বাস দিয়েছিলেন বন্ধ থাকা বাস রুটটি পুনরায় চালু করা হবে। আছিপুর থেকে ধর্মতলা পর্যন্ত ৭৭ নম্বর বাস বেশ কয়েক বছর আগে চলত। কিন্তু তা বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের নানান সমস্যায় পড়তে হচ্ছিল। অবশেষে সেই সমস্যা দূর হলো। পুনরায় শুরু হওয়া এই বাস পরিষেবার সময়সূচী কি?

Advertisements

আরও পড়ুন : Superstitious Beliefs: বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যান, জানুন বৈজ্ঞানিক কারণ

অভিষেক ব্যানার্জি যখন আমতলায় গিয়েছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পূজালি পৌরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস সাংসদকে জানিয়েছিলেন, এই বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা অনেক অসুবিধার মধ্যে পড়ছেন। আছিপুরের বাসিন্দাদের প্রতিনিধি হিসাবে তাপস বিশ্বাসের থেকে এমন কথা শুনেই পুনরায় সেই বাস পরিষেবা চালু করার কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কথা অনুযায়ী রাখি পূর্ণিমার দিন থেকে পুনরায় বাস পরিষেবা চালু হয়। আপাতত সকাল সাড়ে ছটা থেকে যাত্রীদের জন্য পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে। এমন পরিষেবা শুরু করার পরিপেক্ষিতে স্বাভাবিকভাবেই আছিপুর থেকে কলকাতা আসার ক্ষেত্রে যারা সমস্যায় পড়ছিলেন তারা সমসামুক্ত হলেন। কেননা এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে আর কেটে কেটে বা বিভিন্ন ধরনের যানবাহন ভাড়া করে বেশি খরচ করতে হবে না।

Advertisements