বাংলাএক্সপি ডেস্কঃ কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সাধারণ নাগরিকদের জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে থাকে। যে সকল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সাধারণ নাগরিকদের পাশে দাঁড়ানো। ঠিক সেই রকমই একটি প্রকল্প হলো আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat)। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্য খাতে দেশের সাধারণ নাগরিকরা প্রচুর সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক মানুষকে আনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিনিয়ত প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে কোন কোন রাজ্যের অসম্মতিবশত এখনো পর্যন্ত এই প্রকল্প চালু হয়নি। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজ্য। তবে এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য কেন্দ্র সরকার নতুন একটি সুখবর দিল।
কেন্দ্র সরকারের তরফ থেকে এবার আয়ুষ্মান ভারতে নিয়ে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী দেশের অন্ততপক্ষে ৬ কোটি প্রবীণ নাগরিকরা উপকৃত হবেন। ৬ কোটি প্রবীণ নাগরিকরা উপকৃত হওয়ার পাশাপাশি উপকৃত হবেন ওই সকল প্রবীণ নাগরিকদের পরিবাররাও। কেননা প্রবীণ এই সকল নাগরিকদের জন্য এবার কেন্দ্র সরকার আলাদা করে স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করল।
আরও পড়ুন : Tata Group: ৫০ হাজার মানুষের ভাগ্য খুলতে চলেছে রতন টাটার বড় পদক্ষেপে, দীপাবলীর আগেই মিলবে উপহার
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৭০ বছর বয়সী বা তার ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত জন আরোগ্য প্রকল্পের আওতায় আলাদা করে কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। নতুন এই কার্ড দেওয়ার পাশাপাশি ওই সকল প্রবীণ নাগরিকদের জন্য আলাদা করেই ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এমনটাই জানানো হয়।
এক্ষেত্রে যে সকল পরিবারে ৭০ বছর বয়সী বা তার ঊর্ধ্বের প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের জন্য আলাদা করে কার্ড করার পাশাপাশি ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য খাতে দেওয়া হবে। তারা যেমন ৫ লক্ষ টাকা পাবেন ঠিক সেই রকমই ওই পরিবারের অন্যান্য সদস্যদের জন্য প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। অর্থাৎ এমন প্রবীণ নাগরিক রয়েছেন এমন পরিবারের সদস্যরা আলাদা আলাদা করে ৫ লক্ষ করে ১০ লক্ষ টাকার সুবিধা পাবেন স্বাস্থ্য খাতে।