কলকাতা: রকেটের গতিতে প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো রুটে (Howrah-Esplanade Metro)। স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক যাত্রীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ রবিবার হাওড়া থেকে এসপ্ল্যানেড ও এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তার পরেও যখন হচ্ছে না তখন ফের একবার সময়সূচীতে (Howrah-Esplanade Metro New Time) বদলানোর সিদ্ধান্ত নেওয়া হল।
হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষদের মধ্যে চরম উৎসাহ ছিল। দীর্ঘদিন ধরেই এই মেট্রো পরিষেবা চালুর জন্য অপেক্ষায় বসে ছিলেন হাজার হাজার মানুষ। এরপর সেই মেট্রো পরিষেবা চালু হতেই দেখা যায় প্রতিদিনই উপচে পড়ছে যাত্রী সংখ্যা। আর এখন যতদিন এগোচ্ছে ততই যাত্রী সংখ্যা বেড়ে চলেছে।
হাওড়া স্টেশন থেকে ট্রেনে নেমে সহজেই কলকাতায় পৌঁছে যাওয়ার জন্য এই মেট্রো পরিষেবার বিকল্প আর কিছু হতে পারে না। কম সময়, আরাম এবং খরচ কম ইত্যাদির কারণে এখন আর অধিকাংশ যাত্রীরাই ট্রেন থেকে নেমে অথবা ট্রেন ধরার জন্য অন্যান্য যানবাহনের উপর নির্ভরশীল নন। বড় সংখ্যার মানুষেরা এখন মেট্রোর উপরই নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছেন।
আরও পড়ুন : Tata Group: ৫০ হাজার মানুষের ভাগ্য খুলতে চলেছে রতন টাটার বড় পদক্ষেপে, দীপাবলীর আগেই মিলবে উপহার
এরই মধ্যে যখন দিন দিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সময় বুধবার মেট্রো কর্তৃপক্ষ হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে নতুন করে সময়সূচিতে বদল আনার ঘোষণা করলো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরেই মেট্রো কর্তৃপক্ষ ব্যস্ততম এই রুটে সকাল ৯টা থেকে সকাল ১১ঃ০০ টা পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো চালাচ্ছিল। কিন্তু তারপরেও যাত্রীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আর সেই কারণে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে।
অন্যদিকে আগে যেখানে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো চালানো হতো, সে ক্ষেত্রেও সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এবার মেট্রো কর্তৃপক্ষ বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো চালাবে। বাকি যে সময় রয়েছে সেই সময় ২০ মিনিট অন্তর অন্তর মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে নতুন এই সূচি কার্যকর হচ্ছে।