বাংলাএক্সপি ডেস্কঃ দিন দিন দেশে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলেছে রেল (Indian Railways)। আসলে ২০২৯ সালের মধ্যে দেশে অন্ততপক্ষে ২৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে রেলের। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এমনটাই জানিয়েছেন। আর এই সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিরিখে এবার কপাল খুলতে চলেছে দুর্গাপুর-আসানসোলের।
বিভিন্ন সূত্রে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। ঐদিন দেশের বিভিন্ন প্রান্তের জন্য নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে। এরই মধ্যে তালিকায় রয়েছে হাওড়া থেকে নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের।
১৫ সেপ্টেম্বর যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে বলে জানা যাচ্ছে সেই সকল দিনগুলির তালিকায় রয়েছে টাটানগর-বেরহামপুর, রাউরকেল্লা-হাওড়া, দুর্গ-বিশাখাপত্তনম ইত্যাদি। আর শোনা যাচ্ছে নতুন এই সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনার পরিপ্রেক্ষিতেই হাওড়া ও গয়ার মধ্যেও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে। যে ট্রেনটিতে চড়ে হাওড়া থেকে ধানবাদ ২ ঘণ্টা ৫৩ মিনিট এবং হাওড়া থেকে গয়া পৌঁছানো যাবে ৫ ঘন্টা ৪১ মিনিটে।
এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে হাওড়া ও গয়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে বৃহস্পতিবার বাদে ৬ দিন যাতায়াত করবে। এক্ষেত্রে এই ট্রেনটি সম্ভবত সকাল ৬:৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়তে পারে। দুর্গাপুর পৌঁছাবে সকাল ৮:২৮ মিনিটে। আসানসোল পৌঁছাবে সকাল ৮:৫৩ মিনিটে। এরপর ধানবাদ, পরশনাথ, কোডরমা হয়ে গয়া পৌঁছাবে দুপুর ১২:৩০ মিনিটে। অন্যদিকে গয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেবে দুপুর ৩:১৫ মিনিটে এবং হাওড়ায় এসে পৌঁছাবে রাত ৯:০৫ মিনিটে।
১৫ সেপ্টেম্বর যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে চলেছে সেই সকল ট্রেনের মধ্যে হাওড়া থেকে দুটি ট্রেনের পাশাপাশি বারাণসী-দেওঘর, টাটানগর-পাটনা, রাঁচি-গোড্ডা, পুনে-নাগপুর, হুবলি-সেকেন্দ্রাবাদ সহ বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে। তবে এখনো পর্যন্ত ঠিক কতগুলি ট্রেনের উদ্বোধন ওই দিন হবে তার তালিকা স্পষ্ট নয়।