কলকাতা: রাজ্যের সাধারণ নাগরিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়। কখনো বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, কখনো আবার অন্য কিছু। যাতে করে রাজ্যের বাসিন্দাদের কোন অসুবিধা না হয় তার জন্য প্রতিনিয়তই কোন না কোন কাজ করে চলেছে রাজ্য সরকার। এসবের মধ্যেই এবার একটি সরকারি হেল্পলাইন নম্বর (Govt Helpline) চালু হল, যে নম্বরে এক ম্যাসেজেই হয়ে যাবে মুশকিল আসান।
রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো রাজ্যের শিক্ষকদের পেনশন পরিকাঠামোয় বদল আনা। সম্প্রতি শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ৯ বছর ৬ মাস চাকরি করলেও শিক্ষা দপ্তরের ক্ষমতাবলে ঐ শিক্ষক কর্মীকে পেনশন স্কিমের আওতায় আনা হবে। আগে এই নিয়ম ছিল ১০ বছর।
রাজ্য শিক্ষা দপ্তরের ঘোষণা অনুযায়ী এবার সেই সকল শিক্ষক ও শিক্ষা কর্মীরা পেনশন স্কিমের আওতায় আসার সুযোগ পাবেন যারা ১০ বছরের কম অথচ ৯ বছর ৬ মাস চাকরি করছেন। অনেকেই রয়েছেন যারা এই মাত্র ৬ মাসের জন্য পেনশন স্কিমের আওতায় আসার সুযোগ পাবেন। কেননা এর আগে এই ধরনের ঘটনা ঘটলে ওই শিক্ষক বা শিক্ষা কর্মীকে আদালতের দ্বারস্থ হতে হতো এবং সেখান থেকে নিজের পক্ষে রায় এনে পেনশন স্কিমের আওতায় আসতে হতো।
আরও পড়ুন : Vande Bharat Express: কপাল খুলতে চলেছে দুর্গাপুর-আসানসোলের, আসছে নতুন একটি বন্দে ভারত
অন্যদিকে রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্য সরকার এখন রাজ্যের বাসিন্দাদের মন পেতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সেই সকল পদক্ষেপের মধ্যেই এবার একটি WhatsApp নম্বর চালু করা হলো, যে নম্বরে মেসেজ করে নিজেদের অভাব অভিযোগ ও মুশকিল আসানের সুযোগ পাওয়া যাবে। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা ওই হোয়াটসঅ্যাপ নম্বর ২৪ ঘন্টা সক্রিয় থাকবে। নম্বরটি হল ৯০৮৮৮৮৫৫৪৪।
তবে এই নম্বর অবশ্য রাজ্যের সমস্ত নাগরিকদের সাহায্যের জন্য চালু করা হয়েছে এমন নয়। এই নম্বর চালু করা হয়েছে মূলত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও পড়ুয়াদের জন্য। এই নম্বর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও পড়ুয়াদের থেকে অভাব অভিযোগ ও সমস্যা শোনার জন্য। এই WhatsApp নম্বরে মেসেজ করে নিজেদের অভিযোগ জানানো যাবে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ দল গঠন করা হবে। যে দল অভিযোগ যাচাই করার কাজ চালাবে।