পূর্ব মেদিনীপুর: শেয়ারে কেনা লটারির টিকিটে কোটিপতি হলেন দুই বন্ধু। ঠিক যেন ট্রেনে RAC টিকিটে সফর। RAC টিকিটের যেমন নিজেদের আসন ভাগ করে গন্তব্যে যেতে হয়, ঠিক সেই রকমই হয়ে দুই বন্ধুর একসঙ্গে কেনা লটারির টিকিট (Dear Lottery)। যে টিকিটে এসেছে প্রথম পুরস্কার। যে পুরস্কারের টাকা ভাগ করে নিতে হবে নিজেদের মধ্যে।
রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন সফল করতে এখন বহু মানুষকে লটারি টিকিট কাটতে দেখা যায়। সেই সকল মানুষদের মধ্যে অনেকেই রয়েছেন যারা তাদের স্বপ্ন সফল করতে পারেন। ইদানিং লটারির টিকিটে বিভিন্ন জায়গায় বহু মানুষকেই প্রথম পুরস্কার জিততে দেখা যাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকার পকেটে পুরতে দেখা যাচ্ছে। কখনো দিনমজুর, কখনো আবার তেলেভাজার দোকানদার, কখনো আবার রাজমিস্ত্রি লটারির টিকিটের কোটিপতি হচ্ছেন।
এই সকল মানুষদের তালিকায় এবার নাম উঠলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দুই বন্ধুর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বাসিন্দা সুধাংশু জানা ও ভীমচরণ কান্ডার মাঝে মাঝেই শেয়ারে টিকিট কেনেন। ঠিক সেই রকমই মঙ্গলবার রাতে তারা দুজনে শেয়ারে টিকিট কিনেছিলেন। যে টিকিটের ফলাফল বের হতেই দেখা যায় প্রথম পুরস্কার এক কোটি টাকা লেগেছে। স্বাভাবিকভাবেই এমন খবর তাদের কাছে পৌঁছাতেই তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।
আরও পড়ুন : Vande Bharat Express: কপাল খুলতে চলেছে দুর্গাপুর-আসানসোলের, আসছে নতুন একটি বন্দে ভারত
সাধারণত একটি লটারির টিকিট একজনকেই কিনতে দেখা যায়। আর যখনই সেই টিকিটের পুরস্কার আসে তখনই ভাগ্য খুলে একজনের। কিন্তু এই টিকিটটি যেহেতু দুই বন্ধু একসঙ্গে কিনেছিলেন তাই একসঙ্গে দুজনেরই ভাগ্য খুলেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে দুজনের ভাগ্য খোলার পরিপ্রেক্ষিতে আলাদা উৎসবের মেজাজ তৈরি হয়েছে ওই গ্রামে।
অন্যদিকে লটারির টিকিটে প্রথম পুরস্কার জেতার খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তার অভাব বোধ করে দুই বন্ধু রাতে ছুটে যান রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে। তারা সেখানেই আশ্রয় নেন। পুলিশের তরফ থেকে তাদের সমস্ত রকম সহযোগিতা করা হয় এবং ওই টিকিট জমা করে কিভাবে টাকা পাওয়া যাবে সেসব ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। দুই বন্ধু এইভাবে লক্ষ লক্ষ টাকা জিতে তাদের সংসারের বিভিন্ন কাজে সেই টাকা লাগাবেন বলে জানিয়েছেন।