Ratan Tata: রতন টাটার নাম জানে না এমন মানুষ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নেই। তিনি শুধুমাত্র ভারতের নন গোটা বিশ্বের একজন অন্যতম জনপ্রিয় শিল্পপতি। তাকে শুধুমাত্র একজন শিল্পপতি বললে ভুল বলা হবে, আসলে তিনি একজন উদ্যোগপতি। দেশের শিল্প থেকে শুরু করে অন্যান্য যে কোন ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার দানের কথা আশা করি সকলেই কম বেশি জানেন। দেশের মানুষের সুবিধার্থে তিনি বহু কাজ করেছেন। বর্তমানে তার একটি অভিনব উদ্যোগ অবাক করেছে দেশবাসীকে।
তিনি (Ratan Tata) যে শুধুমাত্র নিজের সংস্থার ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত তা কিন্তু নয়। দেশের মানুষের কল্যাণে বহু কাজ তিনি করেছেন। এবার তিনি একটি অভিনব প্রয়াস নেওয়ার চেষ্টা করেছেন যা স্বস্তি দিতে পারে প্রবীণ নাগরিকদের। তিনি নিজে প্রবীণ বয়সে এসে বয়স্ক মানুষদের জন্য বিনিয়োগ করলেন একটি স্টার্টআপে।
সম্প্রতি রতন টাটা ও তার সহকারী শান্তনু নাইডু একটি স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করেছেন। সংস্থাটির নাম হল গুডফেলোস। এই সংস্থাটির মূল কাজ হল প্রবীণ নাগরিকদের জন্য কাজ করা। এবার সেই কাজে সামিল হতে চলেছেন স্বয়ং রতন টাটা (Ratan Tata)। প্রবীণ নাগরিকদের জীবনের সবথেকে বড় সমস্যা হলো একাকীত্ব। এইবার সেই সমস্যার সমাধানই হবে এই সংস্থার দ্বারা।
আরো পড়ুন: আগামী বছর বাড়তে পারে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, আশার আলো দেখালো বিশ্ব ব্যাঙ্ক
এমন বহু প্রবীণ মানুষ রয়েছেন তাদের দেখাশোনা করার কোন লোক নেই। গুডফেলোস সংস্থার মূল কাজ এদের যত্ন নেওয়া এবং দেখাশোনা করা। এই স্টার্টআপ সংস্থা যুব প্রজন্মকে নিয়োগ করে, প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটানো, তাদের দেখভাল করা এবং একাকীত্ব দূর করা এদের প্রধান কাজ। এই যুব ব্রিগেড ছোটখাটো কাজ যেমন ব্যাংকে নিয়ে যাওয়া কিংবা ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছে কিনা দেখা, সেগুলো কিনে দেওয়া এইসব কাজ করে থাকে। এক কথায় বলতে গেলে, গুডফেলোসের কর্মীরা প্রবীণ নাগরিকদের নাতি-নাতনির মতোই থাকবেন, সময় কাটাবেন।
কিন্তু এই কাজগুলো বিনামূল্যে করতে হবে না কর্মীদের। বয়স্কদের সময় দেওয়ার বিনিময়ে গুডফেলোসের কর্মীরা ৭০০০ থেকে ১০,০০০ টাকা বেতনও পায়। এই সংস্থাতে বিনিয়োগ করতে চলেছেন রতন টাটা (Ratan Tata) । কর্মীদের প্রধান কাজ হবে সপ্তাহে ২-৩ দিন, কয়েক ঘণ্টা প্রবীণ নাগরিকদের সময় দিতে হবে।