Local Train Cancellation: শিয়ালদা ডিভিশনে নতুন কিছু নয়, ফের ৪০টি লোকাল ট্রেন বাতিলের তালিকা ধরাল রেল

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: শিয়ালদা ডিভিশনে বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন কারণে রেলের তরফ থেকে হামেশাই লোকাল ট্রেন বাতিল (Local Train Cancellation) করা হয়ে থাকে। শিয়ালদা ডিভিশনের যারা নিত্যযাত্রী তাদের কাছে এই ঘটনা নতুন কিছু নয়। ঠিক সেই রকমই পূর্ব রেলের তরফ থেকে নতুন করে ৪০টি লোকাল ট্রেনের বাতিলের তালিকা ধরাল। রক্ষণাবেক্ষণের কারণেই এই সকল ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

Advertisements

রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার শিয়ালদা শাখার মধ্যমগ্রাম ও বিরাটির মাঝে জরুরী রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা থেকে বনগাঁ, হাসনাবাদ, মধ্যমগ্রাম সহ বিভিন্ন রুটের ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। শনিবার আপ লাইনে রাত ১০:৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০ঃ৩০ মিনিট পর্যন্ত এবং ডাউনলাইনে সকাল ৮:৩০ পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

Advertisements

রেলের এমন রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে শনিবার যে সকল ট্রেনগুলি বাতিল থাকবে তাদের নম্বর দেওয়া হল। শনিবার বাতিল থাকবে ট্রেন নম্বর ৩৩৮৫৬, ৩৩৮৬০, ৩৩৮৬১,৩৩৮৬৩, ৩৩৫৩৮, ৩৩৫৩৩। যেহেতু রাত ১০:৩০ থেকে কাজ শুরু হবে তাই শনিবার বাতিল ট্রেনের সংখ্যা কম এবং ওই দিন যাত্রী ভোগান্তি খুব একটা হবে না বলেই আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন : Weather Update: বেলা গড়াতেই আলাদা রূপ নেবে আকাশ, ধেয়ে আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

রবিবার বাতিল থাকা ট্রেনগুলির নম্বর হলো ৩৩৫১২, ৩৩৫১৪, ৩৩৫১১, ৩৩৫১৭, ৩৩৮১২, ৩৩৮১৪, ৩৩৮১৮, ৩৩৮২০, ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭, ৩৩৬১২,৩৩৬১৮, ৩৩৬১৩, ৩৪৯২৪, ৩৪৯২৩, ৩০৭১২, ৩০৭১১, ৩০৩৪২, ৩৩৬৫২, ৩৩৬৫১, ৩০১৪৫, ৩০৩৫৭, ৩০৩৫৮, ৩০৩৫১, ৩৩৩৬১, ৩৩৪৩২, ৩৩৪৩৪, ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৯, ৩৩৩৫৭, ৩৩৬১৬।

এর পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। যেমন ৩৩৮২৮ বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেনটি রবিবার ছাড়বে সকাল ৯:২০ মিনিটে। ৩৩৫২০ শিয়ালদা হাসনাবাদ লোকাল ট্রেনটি ছাড়বে ১০:৪৭ মিনিটে। ৩৩৮২৫ শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ১০:০৮ মিনিটে। ৩৩৫২৩ শিয়ালদা হাসনাবাদ দুপুর ১২:১৮ মিনিটে ছাড়বে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা আরও বৃদ্ধি এবং নিশ্চিত করার জন্যই এমন রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে।

Advertisements