কলকাতা: ২০২৯ সালের মধ্যে দেশে ২৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express) চালু করার সংকল্প নিয়েছে ভারতীয় রেল। সেই সংকল্প পূরণের ক্ষেত্রে এখন অনেকটা দূর থাকলেও হাতে যে সময় রয়েছে তাতে তার থেকেও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। কেননা এখন দেশে ৫৩টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। আর এরই মধ্যে আবার নতুন করে ১০ টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
দেশে নতুন করে ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার বিষয়ে বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ওই ট্রেনগুলির সূচনা হবে। ১০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে আবার পশ্চিমবঙ্গের জন্য তিনটি বন্দে ভারত চালু হতে চলেছে। যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার সঙ্গে দেশের একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশনকে সংযুক্ত করবে।
পশ্চিমবঙ্গের হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বর্তমানে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে যাতায়াত করছে। এর সঙ্গে আরও ৩টি বন্দে ভারত এক্সপ্রেস যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯। যে ৬টি বন্দে ভারত যাতায়াত করছে সেগুলি হল হাওড়া ও নিউ জলপাইগুড়ি, হাওড়া ও পুরী, হাওড়া ও রাঁচি, হাওড়া ও পাটনা, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি ও পাটনা। নতুন যে তিনটি বন্দে ভারত চালু হবে ওই তিনটি বন্দে ভারত চলবে হাওড়া থেকে।
রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত দিয়ে যে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ সেই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করবে হাওড়া ও গয়া, হাওড়া ও ভাগলপুর এবং হাওড়া ও রাউরকেল্লার মধ্যে। অর্থাৎ এই তিনটি ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার ও উড়িষ্যা কানেক্টিভিটি তৈরি হবে। এই সকল ট্রেনগুলিতে থাকবে চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস।
ট্রেনগুলি যে রুটে যাতায়াত করবে সেই রুটের বহু মানুষ উপকৃত হবেন। এছাড়াও এই সকল রুটগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার ফলে গন্তব্যে পৌঁছানোর সময় আগের তুলনায় অনেকটাই কমে যাবে। শতাব্দি থেকে রাজধানী এক্সপ্রেসের থেকেও কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে। তবে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত এই সকল ট্রেনের সময়সূচী প্রকাশ করা হয়নি।