Viral Video: গণপতি বিসর্জনে কেঁদে ভাসালো এক খুদে, ভাইরাল সেই ভিডিও । শনিবার অর্থাৎ ৭ই অক্টোবর ২০২৪ ছিল গণেশ চতুর্থী। বর্তমানে ভারতবর্ষের প্রায় সর্বত্র গণেশ পুজো করা হয়ে থাকে। কিন্তু মূলত মহারাষ্ট্রে ধুমধাম করে আয়োজন করা হয় এই পুজোর। ৪ দিনব্যাপী এক বিরাট আনন্দ উৎসবের আয়োজন করা হয় গোটা মহারাষ্ট্র জুড়ে। প্রায় প্রত্যেকটা বাড়িতেই করা হয় এই পুজো। ৪ দিন পর গানপতি বিসর্জনের মধ্যে দিয়ে এই উৎসবের সমাপ্তি হয়। সম্প্রতি এই গনপতি বিসর্জনের একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল (Viral Video) হয়েছে। বন্ধু গণেশ কে বিদায় দিতে এসে কেঁদেই ভাসালো এক খুদে।
মহারাষ্ট্রের গনেশ পূজা একটি বিশাল উৎসব। ছোট থেকে বৃদ্ধ প্রত্যেকে অপেক্ষা করেন এই উৎসবের জন্য। এই ৪ টে দিন উৎসবে মেতে থাকে গোটা রাজ্য। এখন সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত আনন্দ উৎসবের ভিডিও দেখতে পাওয়া যায়। একাধিক ছবি এবং ভিডিওর মাঝে গণপতি বিসর্জনের একটি বিশেষ ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে মুহূর্তের মধ্যে। বন্ধু গণেশকে বিদায় দিতে এসে এক ছোট্ট শিশুর আকুল কান্না মন কেড়েছে নেটিজেনদের। শিশু মনের এই সরলতা আকর্ষণ করেছে সকলকেই।
ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, জলে গণপতি বিসর্জন দিতে এসেছে এক খুদে। নদীর পাশে বসে ঠাকুরকে জড়িয়ে ধরে অনবরত কেঁদেই চলেছে সে। আর কান্নার মাঝেই বলে চলেছে প্রভু তাড়াতাড়ি ফিরো। গণপতি বিসর্জন দিতে কোনো মতেই রাজি নয় শিশুটি। সে তার বন্ধুকে কিছুতেই বিসর্জন দিতে দেবেনা। বন্ধুকে জড়িয়ে ধরে বলেই চলেছে “ও মাই ফ্রেন্ড গণেশা, তুম রহেনা সাথ হামেশা”। বিদায় দেবার আগে বন্ধু গণেশের জন্য একটি লাড্ডুর প্যাকেট নিয়ে এসেছিল সে। সেখান থেকে একটা লাড্ডু নিয়ে ঠাকুরের মুখে ঠেকিয়ে আবার রেখে দেয়। একদিকে বন্ধু গণেশকে জড়িয়ে ধরে কাঁদছে, অপরদিকে দেবতা হিসেবে তাকে পূজাও করে চলেছে। শিশু মনের এই সরলতা, আকুল কান্না দেখে চোখে জল চলে এসেছে অনেকেরই।
আরো পড়ুন: ২৫ লাখ টাকা ট্যাক্স, শুনেই জেতা কোটি টাকার লটারি ফিরিয়ে টিকিটের দাম ফেরত নিলেন যুবতী
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার বা এক্সে আপলোড করা হয়েছে এই ভিডিও (Viral Video)। নেহা সিং রাথোর নামক একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও ছাড়া হয়েছে। শিশুটির বাবা গনপতিকে বিসর্জনের জন্য নিয়ে যেতে চাইলে, সে তার বন্ধুকে জড়িয়ে ধরে বলতে থাকে পাপা এখনই নিয়ে যেও না। খুব কাছের কেউ চলে যেতে চাইলে আমাদের যতটা কষ্ট হয়, ঠিক ততটাই কষ্ট যেন অনুভব করছিল সেই খুদেটিও। কোনমতেই সে তার বন্ধুকে জলে বিসর্জন দিতে পারছে না।
ये भविष्य के धर्मगुरु हैं.
अपने बच्चों को इनसे धर्म की शिक्षा लेने के लिए तैयार कर लीजिए.
इनका भविष्य तो उज्ज्वल है.
आपके बच्चों का पता नहीं!
हर ठग और बेईमान के अच्छे दिन आ गये हैं. pic.twitter.com/V7rQHzYA1G
— Neha Singh Rathore (@nehafolksinger) September 5, 2024
গণপতি বাপ্পার প্রতি সেই খুদের এই টান তার আধ্যাত্মিকতার পরিচয় দিয়েছে বলেই মনে করছেন নেটিজেনরা। অনেকেই এই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন, ভবিষ্যতের ধর্মগুরু হয়ে উঠতে পারে এই শিশুটি। এই শিশুটির মধ্যে যে আধ্যাত্মিকতা রয়েছে তা হয়তো আমাদের অনেকের মধ্যেই নেই। শিশুটি তার সরল নিষ্পাপ মন থেকে গণেশকে তার বন্ধুর আসনে বসিয়েছে। নিজের পরিবারের সদস্য মনে করেছে তাই জন্যেই তাকে বিদায় দিতে তার এতটা কষ্ট হচ্ছে। ভিডিওটি ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ ভিউজ পেয়েছে। এছাড়া লাইক আর কমেন্টেরও প্রায় বন্যা বয়ে চলেছে। তবে ভিডিওটি হয়তো ২০২৪ সালের নয়। হয়তো পূর্ববর্তী কোনো গনেশ চতুর্থীর ভিডিও এই বছর আবারো নতুন করে ভাইরাল (Viral Video) হয়েছে।