New Tax System: চালু হওয়ার মুখে এলাকা ভিত্তিক নয়া কর ব্যবস্থা

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Tax System: রাজ্যবাসীর জন্য রাজ্য সরকার নিয়ে আসলো এক নয়া নিয়ম। নয়া কর ব্যবস্থা অনুযায়ী এখন থেকে রাজ্যবাসী কর দেবে এলাকাভিত্তিক। এই নিয়ম কিন্তু রাজ্যের প্রত্যেকটি পুরসভাতেই কার্যকর হতে চলেছে। এলাকাভিত্তিক করবিন্যাস চালু করা হলে লাভ হবে সাধারণ জনগণেরই। সূত্র মারফত জানা গেছে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

Advertisements

শুধুমাত্র জনগণের যে লাভ হবে তা নয় এই নয়া ব্যবস্থার (New Tax System) মাধ্যমে পুরসভার নিজস্ব আয় খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কবে থেকে চালু হচ্ছে এই নতুন কর ব্যবস্থা তা জানতে রাজ্যবাসী আগ্রহী। পুজোর আগে থেকে চালু হওয়ার সম্ভাবনা থাকলেও হয়তো পুরোপুরিভাবে কার্যকর হতে সময় লেগে যাবে প্রায় ৬ মাস।

Advertisements

নতুন কর ব্যবস্থার (New Tax System) মাধ্যমে নিজেদের সম্পত্তির করের হিসাব এবার থেকে সম্পত্তির মালিকরাই রাখতে পারবেন। পাশাপাশি সাধারণ জনগণ পেয়ে যাচ্ছেন একটি বাড়তি সুবিধা। কি এই বাড়তি সুবিধা? নয়া নিয়ম অনুযায়ী এলাকার থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা অনুযায়ী কর দিতে হবে সাধারণ মানুষকে। তাই এলাকা ভিত্তিক আলাদা আলাদা কর হতে পারে। কোন কোন মানুষের কর হয়তো বাড়বে আবার কারো কমতেও পারে। পুরসভাগুলোর মধ্যে ইতিমধ্যেই এই বিষয়ে সমীক্ষা শুরু হয়ে গেছে।

Advertisements

আরো পড়ুন: প্রজাদের দিতে হয়না এক টাকাও ট্যাক্স, ব্রুনেই সুলতান কিভাবে চালান দেশ

সম্প্রতি কোন নিয়ম অনুযায়ী আদায় করা হচ্ছে এই কর? অ্যানুয়াল রেটেবল ভ্যালু পদ্ধতিতে সম্পত্তিকর (New Tax System) আদায় করা হয়। আসুন জেনে নিই অ্যানুয়াল রেটেবল ভ্যালু পদ্ধতি সম্পর্কে। এই ব্যবস্থার মাধ্যমে কোনও সম্পত্তি থেকে যে বার্ষিক ভাড়া পাওয়া যায় কিংবা প্রতি বছরে যে ভাড়া পাওয়া যেতে পারে তার থেকে ১০ শতাংশ মেরামতি খাতে ছাড় দিয়ে সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারন করা হয়।

রাজ্যের কর আদায় করার পদ্ধতি মোটেই খুব একটা সহজ নয়। তথ্য অনুযায়ী, এই জটিল পদ্ধতি অনুসরণ করে কর আদায় করতে গিয়ে অনেক সময় নানারকম সমস্যায় পড়তে হয়। পাশাপাশি রাজ্যের মধ্যে কলকাতাতেই প্রথম এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে। শুধু কলকাতা নয় এরপর অন্যান্য বিভিন্ন পুর এলাকাতেই ধাপে ধাপে এই নয়া কর সিস্টেম চালু করা হবে। রাজ্যের পুর দফতরের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুরসভাকে এই বিষয়টি নিয়ে নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ হবে। তবে নয়া এই কর ব্যবস্থা সম্পর্কে এখনো অবধি স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না।

Advertisements