XI First Semester Examination: শুরু হচ্ছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য রইল নিয়মাবলী

Prosun Kanti Das

Updated on:

Advertisements

XI First Semester Examination: শুরু হচ্ছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য রইল নিয়মাবলী। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি বদলে গেছে এখন থেকে সেমিস্টার পদ্ধতিতে চলছে পাঠদান। প্রত্যেকটি শিক্ষাবর্ষকে দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। নতুন সিলেবাসে নতুন পদ্ধতিতে শুরু হচ্ছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা (XI First Semester Examination)। আজ অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর ২০২৪ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Advertisements

নতুন সিলেবাস এবং নতুন শিক্ষাপদ্ধতির মাধ্যমে শুরু হয়েছে একাদশ শ্রেণির পাঠদা বেশ কিছু নতুন বিষয় এবং নতুন পদ্ধতি যুক্ত হয়েছে এই শিক্ষাবর্ষ থেকে। সর্বভারতীয় স্তরের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য বজায় রেখেই একাদশ শ্রেণী থেকে পাঠদান পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। ২০২৪ সালে প্রথমবার একেবারে নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হতে চলেছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের (XI First Semester Examination) জন্য। পরীক্ষা হবে ওয়েমার শিটে। সম্পূর্ণ পরীক্ষাটাই হবে মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর ভিত্তি করে। শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগ শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে।

Advertisements

শিক্ষা সংসদের পক্ষ থেকে নতুন সিলেবাস এবং পদ্ধতির মতন একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা (XI First Semester Examination) ব্যবস্থার বিষয়গুলিও নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার নির্দিষ্ট সময়, দিন এবং রুটিন নির্ধারণ করেছে শিক্ষা সংসদ। কিন্তু পরীক্ষা নেবে স্কুল কর্তৃপক্ষ। যেহেতু এ বছর থেকে ওয়েমার শীটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে তাই ওয়েমার শিটের একটি রেপ্লিকা শিক্ষা সংসদের পক্ষ থেকে পাঠানো হয়েছে প্রত্যেকটি স্কুলে। এই রেপ্লিকাটির প্রিন্ট আউট বের করে পরীক্ষার্থীদের দেওয়া হবে। তবে প্রশ্নপত্র তৈরি করছে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষা হবেও নিজের স্কুলে। এমনকি পরীক্ষাপত্র যাচাই এবং ফলাফল নির্ধারণের দায়িত্ব রয়েছে স্কুলের উপরেই। সেই কারণে পরীক্ষাপত্রটির মূল্যায়ন করা হবে পুরনো নিয়ম মেমেনেই।

Advertisements

আরো পড়ুন: খাঁ খাঁ করছে কলেজে ভর্তির পোর্টাল, সাধারণ ডিগ্রির পড়াশোনায় রাজ্যের অবস্থা বেহাল

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে (XI First Semester Examination) প্র্যাকটিক্যাল নির্ভর বিষয়গুলির পরীক্ষার ক্ষেত্রে পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৩৫ নম্বরের। এবং অন্যান্য বিষয়গুলির জন্য পূর্ণমান রয়েছে ৪০ নম্বরের। পরীক্ষার পূর্ণমান যেহেতু কম সেহেতু পরীক্ষার সময়ও অনেকটা কমিয়ে আনা হয়েছে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘন্টা ১৫ মিনিট। ১৩শে সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে ৪টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। ঐচ্ছিক বিষয় যেমন মিউজিক, ভোকেশনাল, ভিজুয়াল আর্টস ইত্যাদি বিষয়গুলির জন্য পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ মিনিটের। এই বিষয়গুলির জন্য পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত। গত বছর ঐচ্ছিক বিষয় সহ মোট ৬০টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল। এ বছর আরো ৫টি বিষয় যুক্ত হয়েছে সিলেবাসে। তার মধ্যে অন্যতম হলো ডেটা সায়েন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ইত্যাদি।

ভোকেশনাল কাউন্সিলের তরফ থেকে আগে ১৩টি বিষয়ে পড়ানো হতো একাদশ, দ্বাদশ শ্রেণীতে। এখন থেকে সেখানে যুক্ত হয়েছে আরও ৩টি বিষয়। সব মিলিয়ে মোট ৬৮টি বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে যুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫১টি বিষয় শিক্ষা সংসদের নির্বাচিত অর্থাৎ যেগুলির পরীক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক। বাকি ১৬টি বিষয়ে ভোকেশনাল কাউন্সিলের তরফ থেকে নির্ধারিত অর্থাৎ সেগুলি বৃত্তিমূলক। সে ক্ষেত্রেও কিছু বিষয়ের পরীক্ষা ব্যবস্থা চালু রয়েছে। তবে ২০২৪ সালের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে গুজরাতি ভাষাটিকে। গতবছর ৫ লক্ষ ৬৫ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণির পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। এবছর একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষায় (XI First Semester Examination) অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার।

Advertisements