Offbeat Travel Destination: পুজোর ছুটিতে উপেক্ষা করবেন না পাহাড়ের হাতছানি, ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা থেকে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Offbeat Travel Destination: সামনেই আসন্ন পুজোর ছুটি আর ছুটি হলে বাঙালির মন ঘরে টিকিয়ে রাখা খুবই কষ্টের। ভ্রমনপ্রিয় এই জাতি বড়ো ছুটি হোক কিংবা উইকেন্ড সবকিছুতেই পছন্দ করে একঘেয়েমি থেকে ছুটি নিতে। পাহাড়ের প্রতি বরাবরই বাঙালির আলাদা আবেগ রয়েছে। তাইতো সুযোগ পেলে ছুটে যায় নর্থ বেঙ্গলের বিভিন্ন পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে বসে এক কাপ গরম গরম চা খেতে খেতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাটাই আলাদা। দার্জিলিং এর এমন কিছু অফবিট জায়গা রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করবে অবশ্যই।

Advertisements

বাঙালি ছুটির তালিকায় দার্জিলিং থাকবে না এ হতেই পারে না। পর্যটকরা পাহাড়ের টানে বছরের বিভিন্ন সময় ছুটে যায় এই জায়গাটিতে। পাহাড়ের কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা সকলেরই থাকে। ধরুন আপনার পায়ের নিচে যদি মেঘ ভেসে চলে তখন কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি মেঘের উপরে বসে আছেন। তবে আজকাল পর্যটকরা চেনা জায়গার পরিবর্তে অফবিট জায়গা (Offbeat Travel Destination) বেশি পছন্দ করেন। পাহাড়ের কোলে নতুন করে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা।

Advertisements

যারা এর আগেও দার্জিলিং ঘুরে এসেছেন অথচ এই জায়গায় যাননি একবার ঘুরেই আসুন এই জায়গাটি থেকে। চেনা পথ দিয়ে যেতে সকলেরই ভালো লাগে কিন্তু অচেনা পথে (Offbeat Travel Destination) যাওয়ার মজাটাই আলাদা। সেই রোমাঞ্চ হার মানিয়ে দেবে অন্যান্য সব ভ্রমণের অভিজ্ঞতাকে। শিলিগুড়ি থেকে রোহিণী কার্শিয়াং হয়ে তো অনেকেই দার্জিলিং গিয়েছেন কিন্তু অজানা এই জায়গা হয়ে আপনার যদি দার্জিলিং যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সবার আগে আপনাকে রংটং হয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেরিয়ে পৌঁছতে হবে তিনধারিয়া।

Advertisements

আরো পড়ুন: পুজোর ছুটিতে মন ভালো করতে ঘুরে আসুন পুরুলিয়ার এই ছোট্ট গ্রামটি থেকে

পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে (Offbeat Travel Destination) নানারকম ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ভিউ পয়েন্ট। একজন পর্যটক মন্তব্য করেন যে, তিনি ছুটি পেলেই চলে আসেন এই জায়গাটিতে। প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। প্রতিদিনকার একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চাইলে ভ্রমণের মতো ভালো ওষুধ আনা হতে পারে না। যেসব পর্যটকরা ভিড় এড়াতে চান তারা এই অজানা পথ দিয়ে যেতে পারেন দার্জিলিঙে। ছুটির দিন হলেই পর্যটকরা ছুটে আসছে দার্জিলিং পাহাড়ের বুকে অতি পরিচিত এই তিনধারিয়ায়। ২০১১ সালে রাস্তা ভেঙে যাওয়ার পর আবার নতুন করে রাস্তা তৈরি করে সাজানো হয়েছে এই জায়গাটিকে।। বর্তমানে পর্যটকদের আকর্ষণের জন্য একটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে এবং সেই টানেই প্রতিনিয়ত পর্যটকদের ভিড় বাড়ছে এখানে।

পুজোর ছুটিতে যদি অন্য কোথাও যাওয়ার প্ল্যান না করে থাকেন তাহলে একবার ঘুরেই দেখুন এই জায়গাটি। পাহাড়ের কোলে এমন সুন্দর জায়গা আর পাবেন না। পুজোর ছুটিতে করে ফেলুন দার্জিলিংয়ের প্ল্যান এবং দার্জিলিং-এ আসার সময় ঘুরে আসুন তিনধারিয়া থেকে। পাহাড়ি রাস্তা, গরম চা, টয় ট্রেন এবং প্রকৃতি সব মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে।

Advertisements