Mobil: সময়মতো মোবিল না পাল্টালে ক্ষতি হতে পারে বাইকের, জানুন সঠিক নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mobil: সময়মতো মোবিল না পাল্টালে ক্ষতি হতে পারে বাইকের, জানুন সঠিক নিয়ম। মানুষের জীবনে রক্তের প্রয়োজনীয়তা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাইকে মোবিল (Mobil) ব্যবহার করা। সঠিক সময় সঠিক মোবিল ব্যবহার না করতে পারলে ক্ষতি হতে পারে বাইকের। মানব শরীর দেহের চাহিদা অনুযায়ী রক্ত তৈরি করতে সক্ষম। কিন্তু বাইক কৃত্রিম বস্তু তাই নিজে থেকে কিছু করতে পারবে না। তাই বাইককে সুস্থ রাখতে হলে নিয়মিত মোবিল পরিবর্তন করে দিতে হয় আমাদেরকেই। আপনি যদি আপনার বাইকটিকে সুস্থ রাখতে চান, তাকে দীর্ঘমেয়াদি করতে চান তাহলে নির্দিষ্ট সময়ের ভেদে মোবিল পরিবর্তন করা প্রয়োজন।

Advertisements

মোবিল (Mobil) পাল্টানো উচিত তা তো বোঝা গেল। কিন্তু এবার প্রশ্ন হল কিভাবে বুঝবেন যে কখন মোবিল পাল্টাতে হবে? গাড়িতে ঠিক কি কি সমস্যা দেখা দিতে পারে? গাড়ি হয়তো বহু মানুষ ব্যবহার করেন, কিন্তু অনেকেই জানেন না ঠিক কোন সময়ে মোবিল পরিবর্তন করার প্রয়োজন আছে? আজকের প্রতিবেদনে সে সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করা হলো। ঠিক কি কি দেখলে বোঝা যাবে যে মোবিল পাল্টানোর প্রয়োজন আছে? তার মধ্যে কয়েকটি আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

Advertisements
মোবিল (Mobil) পাল্টানোর প্রয়োজনীয়তা আছে কিনা তা বোঝার উপায়—
  1. গাড়ির ইঞ্জিন থেকে যদি হঠাৎ করে বিকট আওয়াজ আসতে শুরু করে তাহলে নিশ্চিতভাবে বুঝবেন এটা মোবিলের (Mobil) কারণেই হচ্ছে। পুরনো মোবিলের লুব্রিক্যান্ট করার ক্ষমতা কম থাকে তাই মোবিল যত পুরনো থাকে গাড়ির ভেতরের অংশগুলি তত কম লুব্রিকেন্ট হতে থাকে। এর ফলে ইঞ্জিনে আওয়াজ হয়। এইরকম কোন পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই তৎক্ষণাৎ মোবিল পরিবর্তন করবেন।
  2. এখন বেশিরভাগ বাইকেই সাইলেন্সার ব্যবহার করা হয় বা করতে হয়। মোবিলের (Mobil) কোনরকম সমস্যা দেখা দিলে তা ধরা যায় সাইলেন্সার থেকেও। মোবিলের কার্যক্ষমতা যদি কমে যায় তাহলে অনেক সময় সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। এইরকম কালো ধোঁয়া বেরোতে দেখলে সাথে সাথে গাড়ির মোবিল পরিবর্তন করা প্রয়োজন।
  3. আপনি চাইলে নিজে হাতেও পরীক্ষা করে দেখতে পারেন মোবিলের পরিস্থিতি। নতুন অবস্থায় মোবিলের রং একটু হালকা বাদামি হয়, মোবিল যত পুরোনো হয় তত কালো এবং ঘন হতে থাকে। আপনি চাইলে সামান্য পরিমাণ মোবিল (Mobil) আঙ্গুলে নিয়ে দুটি আঙুলের সাহায্যে ঘষে দেখতে পারেন। তাহলেই বুঝতে পারবেন মোবিলটি পুরনো নাকি নতুন।
  4. মোবিলের (Mobil) লুব্রিক্যান্টের পরিমাণ কতটা রয়েছে তা যাচাই করার জন্য গাড়িতে ইঞ্জিনের পাশে একটি ছোট্ট উইন্ডো বসানো থাকে। সেখানে দেখা যায় মোবিলের অবস্থান। যদি মোবিলের লেভেল কম দেখেন, তাহলে সাথে সাথে বাইরে থেকে অতিরিক্ত মোবিল ঢালতে হবে গাড়িতে।

আরো পড়ুন: গাড়ির ইঞ্জিনকে ক্ষতির হাত থেকে বাঁচান, ব্যবহারের আগে দেখে নিন তেলের গুণগত মান

যদিও এখন আরো অনেক বেশি আধুনিক বাইক বেরোচ্ছে। নতুন অত্যাধুনিক বাইকগুলিতে মোবিলের (Mobil) পরিমাণ এবং লুব্রিকেন্ট যাচাই করার জন্য নির্দিষ্ট সেন্সর বসানো থাকে। এই সেন্সর আপনার গাড়িকে প্রতিনিয়ত যাচাই করতে থাকবে। আপনি নির্দ্বিধায় এই সেন্সরের উপর ভরসা করতে পারেন। আপনাকে শুধু সেন্সরের দেওয়া তথ্য খেয়াল রাখতে হবে। যদি সেন্সরের মাধ্যমে জানতে পারেন গাড়িতে মোবিলের পরিমাণ কম আছে অথবা মোবিল পুরনো হয়ে গেছে, লুব্রিক্যান্টের পরিমাণ কমে যাচ্ছে তাহলে সাথে সাথে মোবিল পরিবর্তন করুন। এতে আপনার গাড়ি অনেক বেশি সুস্থ থাকবে।

Advertisements

গাড়ির ইঞ্জিন অয়েল পরিশুদ্ধ না হলে গাড়ির ভিতরে ময়লা জমতে পারে। যা গাড়ির ইঞ্জিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সময় মত মোবিল (Mobil) পাল্টানো খুবই প্রয়োজন। এতে গাড়ির সুস্বাস্থ্য বজায় থাকে এবং গাড়িটি দীর্ঘ মেয়াদী পরিষেবা দিতে সক্ষম হয়। তাই নিজের গাড়িটিকে সুস্থ রাখতে এখন থেকে প্রতিনিয়ত মোবিল যাচাই করতে ভুলবেন না। মোবিল পুরনো হতে শুরু করলেই তা পরিবর্তন করুন এবং গাড়ির সুস্থতা নিশ্চিত করুন।

Advertisements