Padma Ilish: পদ্মার ইলিশ নিয়ে ফের তৈরি হল জট, বিজ্ঞপ্তি জারি হলেও রপ্তানি বন্ধে জারি আইনি নোটিশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ টালবাহানার পর শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ভারতকে ৩ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ (Padma Ilish) দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। তবে বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হয়েছে জট। কেননা ভারতকে পদ্মার ইলিশ যাতে রপ্তানি করা না হয়, তার জন্য এবার সরকারি বিজ্ঞপ্তির পাল্টা দেওয়া হল আইনি নোটিশ। আর এর ফলে সরকারি বিজ্ঞপ্তির পরেও ভারতে পদ্মার ইলিশ আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisements

ভারতকে ইলিশ রপ্তানি করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পরই রবিবার রপ্তানি বন্ধের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মহঃ মাহমুদুল হাসান। এই নোটিশ বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের সচিব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ে প্রধান নিয়ন্ত্রককে উল্লেখ করে করা হয়েছে।

Advertisements

ভারতকে পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করা নিয়ে এমন নোটিশ জারি করার পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতকে পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করার বিষয়ে সরকারকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হবে। এখন এই নোটিশের পর বাংলাদেশ সরকার কোন পথে চলে সেটাই দেখার। পাশাপাশি এমন নোটিশের পরিপ্রেক্ষিতে ফের একবার ভারতে পদ্মার ইলিশ আশা নিয়ে জট তৈরি হল।

Advertisements

আরও পড়ুন : Ilish Export West Bengal: রাজ্য থেকে লাখ লাখ টাকার ইলিশ চলে যাচ্ছে বিদেশে, যাচ্ছে কোন কোন দেশে

ভারতকে পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করার বিষয়ে যে সকল যুক্তি ওই আইনজীবী দেখিয়েছেন তা হল, ইলিশ সামুদ্রিক মাছ। তবে ইলিশ যখন নদীতে আসে তখনই এই মাছের স্বাদ বৃদ্ধি পায়। বাংলাদেশের পাশাপাশি ভারতের বহু জলাধার রয়েছে যে সকল জলাধার থেকে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। এদিকে ভারত কেবলমাত্র পদ্মার ইলিশই নিজেদের দেশে আমদানি করে। অথচ পদ্মায় সীমিত পরিমাণে ইলিশ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে পদ্মার ইলিশ ভারতে চলে গেলে তাদের দেশের মানুষেরা পদ্মার ইলিশ পাবেন না।

এছাড়াও ঐ আইনজীবী জানিয়েছেন, বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর ধরে পদ্মার ইলিশ মজুত করে রেখে দেয় এবং সরকারের নির্দেশ সাপেক্ষে সেই সকল ইলিশ ভারতে রপ্তানি করে থাকে। কোন কোন ক্ষেত্রে অনুমতি ছাড়াই পাচার করা হয়। পদ্মার সব ইলিশ ভারতের রপ্তানি আর অবৈধভাবে পাচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষেরাই পদ্মার ইলিশ থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে কোনভাবেই নিজেদের দেশের মানুষদের বঞ্চিত করে অন্য দেশকে ইলিশ খাওয়ানো সমীচীন নয়।

Advertisements