বীরভূমে বাড়ছে আক্রান্তের সংখ্যা, A ও B এলাকায় ভাগ হলো জেলা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরে বীরভূমে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। লকডাউন জারি হওয়ার পর প্রথম দিকে বেশ কয়েকদিন বীরভূম গ্রিন জোন ভুক্ত থাকলেও পরে তা অরেঞ্জ জোনে রূপান্তরিত হয় প্রথম তিনজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায়। এরপরই ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। বুধবার নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০-এর কাছাকাছি। এমত অবস্থায় বীরভূম জেলার বিভিন্ন অংশকে A ও B এলাকায় ভাগ করলো বীরভূম জেলা প্রশাসন।

তৃতীয় দফার লকডাউন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা নিয়ে যা পরিস্থিতি তাতে এটা এখনই চলে যাবে না। সুতরাং লকডাউন মেনে চলতে হবে আবার কাজও চালিয়ে যেতে হবে। সেইমতো তিনি সংক্রামিত এলাকাকে তিন ভাগে ভাগ করার কথা বলেন। যেগুলি হল A, B এবং C। A এলাকাভুক্ত জায়গা হল কনটেইনমেন্ট জোন। B অর্থাৎ বাফার এলাকা। C হল ক্লিয়ার এলাকা। A এলাকাভুক্ত জায়গায় কোন রকম ছাড় দেওয়া হবে না। B এলাকাভুক্ত জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। C চিহ্নিত এলাকায় ব্যারিকেড দিয়ে কনটেইনমেন্ট এলাকা থেকে আলাদা করে কাজ চলবে।

বীরভূমের ক্ষেত্রে জেলা প্রশাসনের তরফ থেকে আপাতত ১০ টি এলাকাকে A ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে এবং B এলাকায় রাখা হয়েছে আরও ১০টি জায়গাকে। বাকি সব C এলাকাভুক্ত।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে গত ২৬শে মে এই সকল তালিকা প্রকাশ করে।