নিজস্ব প্রতিবেদন : গান লেখার স্বপ্নটা ছোট থেকেই, আর সেই মতোই চলে অধ্যবসায়। তবে বর্তম করোনাভাইরাস যেমন বহু মানুষের থেকে বহু কিছু কেড়ে নিয়েছে, ঠিক তেমনই মানুষকে গৃহবন্দি করে তাদের প্রতিভাকে ফুটিয়ে তোলার সুযোগও করে দিয়েছে। এক্ষেত্রেও একই ঘটনা। লকডাউনের পাল্লায় পড়ে নতুন কিছু করার চিন্তাভাবনা শুরু হয় বীরভূমের দেবাঞ্জন মিত্রের। আর সেই থেকে কলমের ডগায় উঠে এলো নতুন গান ‘তোর সাথে’। আর এই গানেই গলা মেলালেন অন্যতম সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী এবং রোমা। সাম্প্রতিককালে মুক্তি পাওয়া এই গানটি নেট দুনিয়া নাগরিকদের ব্যাপকভাবে মন জয় করেছে।
গানটি লিখেছেন বীরভূমের সিউড়ির যুবক দেবাঞ্জন মিত্র। আর এই গানটির সুরকার সিউড়ি ঋতুরাজ সেন। মিষ্টি ঝগড়ার এই গানে তুলে ধরা হয়েছে বীরভূমের সবুজ প্রান্তর, ময়ূরাক্ষীর ধূসর সৌন্দর্য্যকে। আর বীরভূমের এই অপরূপ সৌন্দর্যের সাথে গানের ভিডিওয় যোগ দিয়েছেন সায়ন এবং আদৃজা। গানের মূলগল্প হল, এক কিছু না পাওয়া সব পেতে চাওয়া স্বপ্নের সাথে তার পত্নীর কঠোর বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প। আর এই দ্বন্দ্বের মধ্যে লুকিয়ে থাকা মিষ্টি প্রেমকে আঁকড়ে ধরে বাঁচার নামই জীবন। গানটিতে এই মূল বিষয়বস্তুকেই, এই মূল বিষয়বস্তুর কথাকেই বারবার মনে পড়িয়ে দেওয়া হয়েছে।
গানের লেখনীতে যেমন ঝগড়া আর প্রেম এই দুই বিপরীত বিষয়ের মেলবন্ধন ঘটেছে, ঠিক তেমনি এর সুরেও একসাথে জায়গা নিয়েছে আধুনিকতা এবং সাবেকিয়ানা। সম্প্রতি এই গানটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে লঞ্চ করা হয়েছে সপ্তাহ চারেক আগে। আর লঞ্চ হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষের মন এতটাই কেড়েছে যে এর ভিউয়ের সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই। আশা রাখা যাচ্ছে বাংলা গানের জগতে আগামীদিনে এই যুবকেরা আরও সাড়া ফেলতে সক্ষম হবেন।