যাঁরা মাস্ক পরছেন না তাঁদের শিক্ষা দিতে গাধার ইন্টারভিউ, হাসির রোল নেটদুনিয়ায়

Sangita Chowdhury

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে জুড়ে করোনা আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে সেখানে বিশ্বের প্রতিটি কোণায় কোণায় দিন দিন করোনা সংক্রমণ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের দেশে করোনাতে সংক্রমনের সংখ্যা ১২ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। তবুও কিছু মানুষের হুঁশ ফিরছেনা। করোনার এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে প্রতিটি দেশের সরকারই বারবার মাস্ক পরার কথা বলছে। কিন্তু কিছু অসচেতন মানুষ এই কথাগুলিকে হেসে উড়িয়ে দিচ্ছেন।

কেন্দ্রীয় সরকার এমনও বলেছেন যে যদি কারোর পক্ষে মাস্ক কেনা সম্ভব না হয় তাহলে বাড়িতে তৈরি করা মাস্কই ব্যবহার করুন। কিন্তু দয়া করে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। কিন্তু কাকস্য পরিবেদনা! কার কথা কে শোনে! বহু মানুষ মাস্ক ছাড়াই বাইরে বেরিয়ে যাচ্ছেন। পরিস্থিতির তাৎপর্য তাদেরকে বোঝালেও তারা বুঝতে পারছেন না। এই সকল মানুষদেরকে বোঝানোর জন্য একটি অভিনব পন্থা বার করলেন এক সাংবাদিক। এখনও যাঁরা মাস্ক পরছেন না তাঁদের শিক্ষা দিতে নিলেন গাধার ইন্টারভিউ। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হুহু করে। পাশাপাশি ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

সাংবাদিকের এই ভিডিওটিতে দেখা গেল তিনি প্রথমে রাস্তায় বসে থাকা এক গাধার ইন্টারভিউ নিচ্ছেন।‌ গাধার মুখের সামনে মাইক রেখে তিনি বলছেন, “আপনি কেন মাস্ক ছাড়া বাইরে বেরিয়েছেন? আপনি কি জানেন না মাস্ক ছাড়া বাইরে বেরোনো উচিত নয়?”

তারপর তিনি পথচলতি দুজন মানুষকে দেখতে পেলেন যাদের মধ্যে একজনের মুখে কোন মাস্ক নেই। এরপর ঐ সাংবাদিক মাস্ক না পরা ব্যক্তিটিকে বললেন, “আচ্ছা ও রাস্তার মাঝে এরকম ভাবে কেন দাঁড়িয়ে আছে? মুখে মাস্কও পরে নাই আর কথার উত্তরও দিচ্ছে না।”

মাস্ক না পরা লোকটি তখন বললেন, “ও কি করে উত্তর দেবে ? ও তো গাধা!”

সাংবাদিক তখন বললেন, “তার মানে যারা মাস্ক না পরে রাস্তায় বেরোই, তারা গাধা। এখানে দেখছি অনেকেই মাস্ক পরেন নি আপনিও তো মাস্ক পরেননি! মাস্ক না পরেই রাস্তায় বেরিয়েছেন! যারা মাস্ক পরেন না ,তারাই তো গাধা! তাহলে এবার জোরে বলুন যে আমরা সবাই গাধা!”

এরপর দেখা যায় সাংবাদিক একজন বৃদ্ধ মানুষের দিকে ক্যামেরা ঘোরান। ক্যামেরার দৃষ্টিপথে আসতেই বৃদ্ধ মানুষটি পালিয়ে যেতে চান। তখন সাংবাদিক বলেন, “আপনি আসলে কার থেকে পালাতে চাইছেন ক্যামেরার থেকে না করোনার থেকে?”

এখানে সাংবাদিক বলেছেন, তিনি ‘গাধা’ বলে কাউকে ছোট করতে বা মানসিকভাবে আঘাত দিতে চাননি। আসলে তার একটাই উদ্দেশ্য এইভাবেই মানুষকে সচেতন করা। তার এই ভিডিওটি নেটিজেনরা ভীষণভাবে প্রশংসা করেছেন। সত্যি মানুষকে সচেতন করার এ এক অভিনব পন্থা! অন্তত এতেও যদি মানুষের হুঁশ ফেরে!