নিজস্ব প্রতিবেদন : হরি যদি চাই তাহলে কে ক্ষতি করে তার। অর্থাৎ সেই বহুল প্রচলিত প্রবাদ ‘রাখে হরি মারে কে’। ঠিক এমনটাই হলো এক বাইক আরোহীর ক্ষেত্রে। যে বাইক আরোহী একেবারে বাসের নিচে চাপা পড়েও সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এলেন। যে ঘটনার হাড় হিম করা ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
জানা গিয়েছে, এমন দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহুদ এলাকায় ঝালোদ হাইওয়েতে গোধরা রোডের উপর। যেখানে দেখা যাচ্ছে ওই হাইওয়ের উপর দিয়ে একটি বাস দ্রুতগতিতে ছুটে চলেছে। ঠিক সেই সময় হালকা বাঁক রয়েছে এমন জায়গায় এক বাইক আরোহী বাসের বাঁদিক দিয়ে বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক হয়েও গিয়েছিল, কিন্তু বাসের সামনে এসে কোনো কারণবশত ওই বাইক আরোহী নিজের বাইক সামলাতে না পেরে পড়ে যায়।
বাইক এবং বাস দুই যানের গতি যথেষ্ট থাকার পরও ওই বাসের বাস চালক কোনক্রমে বাসটিকে দাঁড় করান। কিন্তু ততক্ষণে ওই বাইক আরোহী বাসের সামনের ইঞ্জিনের নিচে চলে গিয়েছেন। এই সম্পূর্ণ ঘটনাটি ওই জাতীয় সড়কে থাকা সিসিটিভি ক্যামেরায় ক্যামেরাবন্দি হয়। ঘটনার ভিডিও দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন ওই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। কিন্তু এর পরেই চমক।
বাসটি থামার কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই বাইক আরোহী সুড়সুড় করে বাসের নিচ থেকে বেরিয়ে আসছেন। বাসের তলা থেকে বেরিয়ে আসার পর ওই যুবককে একটু দূরে গিয়ে গা হাত পা ঝাড়তে দেখা যায়। এই সময় ওই রাস্তা দিয়ে অন্যান্য মানুষেরা যারা বেরিয়ে যাচ্ছিলেন তারা ঘটনা দেখে দাঁড়ান এবং তারাও যেন হতভম্ব হয়ে পড়েন। ওই বাইক আরোহী ছাড়াও অন্যান্যরাও এই ঘটনা দেখে বুঝতে পারছিলেন না কিভাবেই বা এই দুর্ঘটনা ঘটলো, আর কীভাবেই বা রক্ষা পেলেন।
A youth in Gujarat's Dahod had a miraculous escape after he was rashly run over by a bus he tried to overtake.pic.twitter.com/pLLOkYrbJB
— My Vadodara (@MyVadodara) September 15, 2021
স্বাভাবিকভাবেই এমন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার পর ওই বাইক আরোহীকে নিয়ে নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘রাখে হরি মারে কে’। তাছাড়া এমন ভাবে জাতীয় সড়কে চলে যাওয়ার পরেও বাসের তলায় চলে যাওয়ার পরেও রক্ষে হতো না। এই ঘটনার ৪৮ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ৭০ হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।