নিজস্ব প্রতিবেদন : ভোটের সময় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নানান ধরনের মজার মজার ছবি এর আগেও লক্ষ্য করা গিয়েছে। বহু ক্ষেত্রে বহু প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নামিদামি সেলিব্রেটিদের নিয়ে আসেন, গত বিধানসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গেই রিকশা চালিয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গিয়েছে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। তবে মোষের পিঠে চেপে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা এযাবত নজিরবিহীন।
মোষের পিঠে চেপে মনোনয়নপত্র জমা দেওয়ার এমন ঘটনাটি ঘটেছে বিহারে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থী এমন অভিনব পথ বেছে নিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে। ওই পঞ্চায়েত প্রার্থী হলেন আজাদ আলম। আর এই ঘটনার পর থেকেই তিনি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
তবে তার এমন অভিনব পথ বেছে নেওয়ার মূলে রয়েছে অন্য কারণ। দেশজুড়ে প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের মূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে জানা যাচ্ছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বারংবার বিক্ষোভ প্রতিবাদ করা হলেও কেন্দ্র সরকারের কোনো রকম হেলদোল না থাকায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।
জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারের হাসানগঞ্জ ব্লকের হাথিয়া দিয়ারা রামপুর পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েত প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন তিনি। আর এই প্রতিদ্বন্দিতায় নেমেই মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এমন নজিরবিহীন পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাকে।
#WATCH | Bihar Panchayat Polls 2021: Azad Alam, a candidate from Katihar district's Rampur panchayat arrived to file his nomination on a buffalo yesterday pic.twitter.com/CBIF0bbqPl
— ANI (@ANI) September 13, 2021
এমন পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। লাগামছাড়া দেশের মুদ্রাস্ফীতি। দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। আর আমরা চাষ বাস করি। আমাদের বাড়িতে গরু মোষ সবই রয়েছে। দরকার পড়লে ওদের পিঠে চেপে যেখানে খুশি যেতেও পারি।”