নিজস্ব প্রতিবেদন : আমরা সাধারণত বাড়িতে গরু, ছাগল পালন করে থাকি ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য। অন্যদিকে কুকুরের প্রভু ভক্তির জন্য এবং কুকুরের প্রতি ভালোবাসায় অধিকাংশ মানুষ কুকুর পোষেন। ঠিক একইভাবে অনেকে বিড়ালও পোষেন। আর এই সকল পোষ্য প্রাণীগুলি অধিকাংশ সময় তাদের প্রভুদের প্রতি ভক্তি দেখিয়ে থাকে। তবে সম্প্রতি একটি বিড়ালের বুদ্ধির ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
অধিকাংশ বাড়িতে বিড়ালকে পোষ্য প্রাণী হিসাবে জায়গা দেওয়া হয়ে থাকলেও তারা অবাধ বিচরণ করে থাকেন। তারা এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং কোন একটা সময়ে বাড়িতে আসে। সাধারণত বিড়ালকে বাইরে থেকে বাড়িতে এলে কোনো ফাঁকফোকর দিয়ে ঢুকতে দেখা যায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি বিড়াল বাইরে থেকে এসে বাড়িতে প্রবেশ করার জন্য দরজায় ঠকঠক করছে।
ওই বিড়ালের দরজায় ঠকঠক করার স্টাইল একেবারে মানুষের মতোই। বাইরে থেকে এসে সিঁড়িতে দু ধাপ উঠে দরজায় লাগানো তালা ঠকঠক করতে দেখা যাচ্ছে তাকে। একবার ডাকার পর কোন রকম সাড়া না মেলায় ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুনরায় আবার ঠকঠক করতে দেখা গেছে তাকে। আর এই ভাবে বাড়ির মালিককে বিড়ালের ডাকার ভিডিও স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটিজেনদের।
[aaroporuntag]
মালিককে ডাকার বিড়ালের এই ভিডিওটি নজর কাড়ার মূলে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হলো মানুষের স্বভাবকে আয়ত্ত করে ফেলা এবং দ্বিতীয়টি হলো একেবারেই ধৈর্য ধরে অপেক্ষা করা। যেখানে বহু মানুষকেই দেখা যায় নিজের ধৈর্য হারাতে, সেই জায়গায় এই বিড়ালটি আলাদা দৃষ্টান্ত তৈরি করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।